শেষ আপডেট: 1st March 2024 20:15
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বামনেতা নিরাপদ সর্দার শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পরই আইএসএফ নেত্রী আয়েশা বিবি ও বিজেপি নেতা বিকাশ সিং জামিন পেয়েছিলেন। এবার ফের আরও এক আইএসএফ নেত্রী জুবি সাহাকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। শুক্রবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়।
এদিন ভোরে জুবি সাহার নিউটনের ফ্ল্যাটে গিয়েছিল পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সন্দেশখালি ২ নম্বর ব্লকে হিংসায় প্ররোচনা দিয়েছেন। অশান্তি ছড়াতে বেআইনি জমায়েত করে উস্কানি দিয়েছিলেন। জুবি আইএসএফের রাজ্য কমিটির সদস্য। সন্দেশখালিকাণ্ডে এই নিয়ে দুজন আইএসএফ নেত্রী গ্রেফতার হলেন। পুলিশ সূত্রে খবর সদ্য গ্রেফতার হওয়া আইএসএফ নেত্রী জুবিকে এদিনই আদালতে তোলা হয়। বিকেলে তাঁকে শর্ত জামিন দেন বিচারক।
সদ্য জামিনে মুক্তি পাওয়া আয়েশা বিবি বলেন, "আমাকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এবার আমাদের রাজ্য নেত্রী জুবি সাহাকে গ্রেফতার করা হয়েছে, এটা শাসকদলের সম্পূর্ণ চক্রান্ত। ওইদিন সন্দেশখালিতে ছিলেন না। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।"
কয়েকদিন আগে একই অভিযোগে পুলিশ আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে গ্রেফতার করেছিল। কিন্তু প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে হাইকোর্ট ও বসিরহাট আদালত শর্তসাপেক্ষে জামিন দেওয়ার পরেই আয়েশাকেও জামিন দেওয়া হয়।
বৃহস্পতিবার সন্দেশখালির "বাঘ" শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। বসিরহাট আদালতে তাঁকে তোলার সময়ে শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ ছিল আত্মবিশ্বাসপূর্ণ। যদিও এসব দেখেও থামেনি সন্দেশখালির মহিলাদের আন্দোলন। এবার তাঁরা স্থানীয় তৃণমূল নেতা তাপস ভূঁইয়া, দিলীপ মল্লিকের গ্রেফতারি দাবিতে সরব হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, শিবু, উত্তম, হলধরদের মতোই তাপস দিলীপও তাঁদের জমি জোর করে হাতিয়ে নিয়েছে।