শেষ আপডেট: 21st May 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের সঙ্গেই মঙ্গলবার থেকে শুরু হল বিচার প্রক্রিয়া। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এদিন ফৌজদারি মামলা শুরু হল বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে। যদিও অতিরিক্ত দায়রা বিচারক প্রিয়ঙ্কা রাজপুত ব্রিজভূষণকে তাঁর কৃতকর্মের বিষয়ে প্রশ্ন করলে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি।
ব্রিজভূষণ বলেন, আমি যখন কোনও অন্যায় করিইনি, তখন নিজেকে দোষী বলতে যাব কেন? ব্রিজভূষণের সঙ্গেই কুস্তি ফেডারেশনের প্রাক্তন সহসচিব বিনোদ টোমরের বিরুদ্ধেও একই চার্জ গঠন করা হয়েছে।
উল্লেখ্য, কাইজারগঞ্জের লোকসভা সদস্য ব্রিজভূষণকে এবার টিকিট দেয়নি বিজেপি। কিন্তু, উত্তরপ্রদেশ বিজেপিতে তাঁর এতটাই প্রভাব যে, ছোট ছেলে করণকে টিকিট দিয়েছে দল। বড় ছেলে বিধায়ক।
অপরাধ অস্বীকার করে বিচার প্রক্রিয়া চালানোর বিষয়ে সায় দেন ব্রিজভূষণ। আনুষ্ঠানিক চার্জ গঠনের নথিতে স্বাক্ষরও করেন তিনি। আদালতের বাইরে সাংবাদিকদের সামনে ব্রিজভূষণ বলেন, চার্জ গঠন সম্পূর্ণ। এখন দিল্লি পুলিশের কাজ আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা। আমি যে নির্দোষ, সে প্রমাণ আমার কাছে আছে।
তাঁর আরও দাবি, সব অভিযোগ মিথ্যা। তবে এটা একটি আইনি প্রক্রিয়া, সকলকে তা মেনে চলতে হবে। এই বিতর্কের জন্যই কি তাঁকে এবারে টিকিট দেয়নি দল? এর জবাবে ৬ বারের 'পালোয়ান' সাংসদ হেসে হেসে বলেন, আমার ছেলেকে তো টিকিট দেওয়া হয়েছে।
ব্রিজভূষণের বিরুদ্ধে ১, ২, ৩, ৪, ও ৫ নম্বর নির্যাতিতাকে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা অর্থাৎ মহিলাদের সম্ভ্রমহানি এবং ৩৫৪ এ অর্থাৎ যৌন হেনস্তার পর্যাপ্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্য মিলেছে। আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে ৫০৬-এর ১ ধারায় ১ ও ৫ নম্বর নির্যাতিতার বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ পেয়েছে। যদিও বিচারক রাজপুত ব্রিজভূষণকে ৬ নম্বর অভিযোগকারিণীর অভিযোগ থেকে রেহাই দিয়েছেন।
এই মামলায় দ্বিতীয় অভিযুক্ত বিনোদ টোমরের বিরুদ্ধে আদালত ৫০৬-এর ১ ধারায় চার্জ গঠন করেছে। প্রথম অভিযোগকারিণীর বয়ানের সপক্ষে এ ব্যাপারে প্রমাণ মিলেছে বলে আদালত বলেছে। বাকি অপরাধের ক্ষেত্রে টোমরকে রেহাই দিয়েছে আদালত।
গত মাসে ব্রিজভূষণ আদালতের কাছে নতুন করে তদন্তের আবেদন জানিয়েছিলেন। তাঁর দাবি, যেদিনের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে, সেদিন তিনি কুস্তি ফেডারেশনের অফিসে কেন দেশেই ছিলেন না। সেই আর্জি অবশ্য আদালত খারিজ করে দিয়েছিল। উল্লেখ্য, ব্রিজভূষণ এবং টোমর দুজনেই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।