শেষ আপডেট: 29th August 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের 'অন্যায়' আবেদন ফিরিয়ে দিল দিল্লি হাইকোর্ট। কুস্তিগিরদের উপর যৌন হেনস্তার মামলা খারিজ করার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে তুলোধনা করে আদালত বলে হঠাৎ এরকম বাঁকাপথে চলার কারণ কী? ভর্ৎসনা করে বাহুবলি বিজেপি নেতার আর্জি এককথায় খারিজ করে দিয়েছে দিল্লির উচ্চ ন্যায়ালয়।
বিচারপতি নীনা বনসল কৃষ্ণার বেঞ্চ ব্রিজভূষণের একক আবেদনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। ব্রিজভূষণ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার চার্জ গঠন এবং গোটা মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে আর্জি জানিয়েছিলেন আদালতে। বিচারপতি কৃষ্ণা সাফ জানিয়ে দেন, চার্জ গঠনের পরে মামলার ওজনের উপর নির্ভর করে সবকিছু বাতিল করে দেওয়া যায় না।
মৌখিকভাবে ব্রিজভূষণকে তিরস্কারের ভাষায় আদালত জানিয়ে দিয়েছে, আপনি যদি চার্জ বাতিলের নির্দেশ চেয়ে আসতেন তাহলে তা সম্ভব ছিল। এখন যখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তখন এই আবেদন বাঁকা পথ অবলম্বন ছাড়া আর কিছু নয়।
ব্রিজভূষণের আইনজীবী আদালতে বলেন, এফআইআরের নেপথ্যে এক গোপন এজেন্ডা রয়েছে। প্রকৃতপক্ষে অভিযোগকারিণী কুস্তিগিরদের একটাই উদ্দেশ্য ছিল যে কোনওভাবে কুস্তি ফেডারেশনের পদ থেকে তাঁর মক্কেলকে উৎখাত করা। হাইকোর্ট অবশ্য ব্রিজভূষণের কৌঁসুলিকে যৌন হেনস্তা মামলা বাতিলের যুক্তি দেখিয়ে একটি সংক্ষিপ্তসার দু সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়। এই আবেদনের পরবর্তী শুনানি হবে ২৬ সেপ্টেম্বর।
আবেদনে বিজেপির প্রাক্তন বাহুবলি সাংসদ ব্রিজভূষণ বলেছেন, তাঁর বিরুদ্ধে যে তদন্ত হয়েছে তা ছিল একপেশে। অভিযোগকারীদের বয়ানের ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। উল্লেখ্য, ৬ মহিলা কুস্তিগির ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন। যা নিয়ে দিল্লিসহ দেশজুড়ে তোলপাড় আন্দোলন গড়ে ওঠে।