রাজ্য়পাল সিভি আনন্দ বোস ও রাজ্য়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
শেষ আপডেট: 3rd May 2024 19:09
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।
রাজ্যপালের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে কলকাতা শহরে ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বৃহস্পতিবার রাতে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খোলায় রাজভবনে চন্দ্রিমার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রাজভবন। বিবৃতি দিয়ে একথা জানান রাজ্যপাল।
শুক্রবার ওই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, "সংবিধান রাজ্যপালকে সুরক্ষা দিয়েছে কিন্তু সংবিধান নিশ্চয়ই ওনাকে শ্লীলতাহানি করার ক্ষমতা দেয়নি। চেয়ারে বসে রাজ্যপাল যে অপকর্ম করেছেন বলে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে ওনার কঠোর শাস্তি হওয়া উচিত।"
প্রবেশাধিকার নিষিদ্ধ করা নিয়ে চন্দ্রিমা বলেন, "আমাকে বাধা দেওয়ার অধিকার ওনার নেই। রাজভবনে থাকেন বলে ওটা ওনার পৈত্রিক সম্পত্তি হয়ে গেছে, এমনটা নয়। নাগরিক হিসেবে আমি তো রাজভবনের পিস রুমে গিয়ে অভিযোগ জানাতে পারি। উনি সেটাও তাহলে বন্ধ করে দিলেন।"
রাজভবনের কর্মীর আনা শ্লীলতাহানির অভিযোগ উড়িয়ে রাজ্যপাল রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন। চন্দ্রিমার প্রশ্ন, "এটা রাজনৈতিক হল কী করে? যে মহিলা অভিযোগ করেছেন, তাঁকে তো রাজ্য নিয়োগ করেনি, নিয়োগ করেছেন রাজ্যপাল। তাহলে দুয়ে দুয়ে চার হচ্ছে কীভাবে?"
চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কী পদক্ষেপ করা যায়, তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শও চেয়েছেন রাজ্যপাল! এ ব্য়াপারে চন্দ্রিমা বলেন, "আইনের অনেকের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। দীর্ঘদিন সংবিধান সংক্রান্ত বিষয়ে কাজ করেছি। ফলে উনি যেন সংবিধানটা শেখাতে না আসেন।"