শেষ আপডেট: 20th July 2024 08:40
দ্য ওয়াল ব্যুরো: বিমানে মেয়ের বয়সি তরুণী সহযাত্রীকে মোবাইলে পর্নোগ্রাফির ক্লিপিংস দেখানোর অভিযোগ উঠল একটি নামী শিল্প সংস্থার পদস্থ প্রবীণ কর্তার বিরুদ্ধে। অভিযোগকারিনীর বক্তব্য, "৬৫ বছরের বয়স্ক মানুষও যে এমন আচরণ করতে পারেন ভাবতেই গা শিউড়ে উঠছে।"
কলকাতা থেকে আবুধাবি যাওয়ার উড়ানে ঘটনাটি ঘটেছে। পরে এ ব্যাপারে টুইটও করেন ওই তরুণী। তরুণীর দাবি, তাঁর টুইটটি সংশ্লিষ্ট শ্লিপ সংস্থার চেয়ারপার্সনের নজরেও আসে। তিনি দ্রুত তদন্ত করে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
কলকাতা থেকে আবুধাবি হয়ে বস্টনে যাচ্ছিলেন ২৮ বছর বয়েসি ওই তরুণী। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সহযাত্রী হিসেবে বসেছিলেন দীনেশ ক্র সরাওগি। ৬৫ বছরের প্রবীণ নিজেকে একটি শিল্প সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ বলে দাবি করেন। কথায় কথায় তিনি জানান, যে তিনি রাজস্থানের চুরু থেকে এসেছেন এবং তার দুই ছেলে আছে যারা বিবাহিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে।
তরুণীর কথায়, "বলছিলেন, উনি সুযোগ পেলেই নাকি ঘুরে বেড়ান। বয়স্করা একাকীত্বে ভোগেন, এই ধারনা থেকে আমিও ওনার সঙ্গে কথা বলছিলাম। উনি আমার পছন্দ জানতে চান। সিনেমা দেখতে পছন্দ করি কিনা জিজ্ঞেস করেন। হ্যাঁ বলায় নিজের মোবাইল এবং এয়ারফোন বের করে আমাকে বলেন এখানে কিছু দারুন সিনেমা আছে, তুমি দেখো। এরপরই তিনি পর্নোগ্রাফির ভিডিও ক্লিপিংস চালিয়ে দিয়ে আমার শরীর স্পর্শ করার চেষ্টা করেন।"
সংবাদসংস্থাকে তরুণী আরও জানান, ঘটনার আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে যান। পরে দৌড়ে টয়লেটে যান এবং বিমান সেবিকাদের কাছে পুরো ঘটনা জানান। বিমান আবুধাবিতে পৌঁছলে বিমান সংস্থার তরফে সংশ্লিষ্ট প্রবীণ অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে বস্টন যাওয়ার ফ্লাইট ধরার তাড়া থাকায় মেয়েটি পুলিশে কোনও অভিযোগ জানাননি। পরে এ ব্যাপারে টুইটে সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি। সেখানেই সংশ্লিষ্ট শিল্প সংস্থার চেয়ারপার্সন যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে দাবি তরুণীর।