শেষ আপডেট: 9th June 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বছর ঘুরতে না ঘুরতেই ফের সেনকো গোল্ডে ডাকাতির ঘটনা ঘটল। পুরুলিয়া ও নদিয়ার পরে এবার ডাকাতরা টার্গেট করল রানিগঞ্জের সেনকোর শোরুমে।
দোকানের কর্মীরা জানান, রবিবার আচমকাই শোরুমে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাত দল। নিরাপত্তারক্ষীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়। দোকানে দেদার লুঠপাঠ চালায়। এরপর গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ডাকাতদের ধরতে পারেনি। বেশকিছুক্ষণ পুলিশের সঙ্গে ডাকাতদের গুলির লড়াই চলেছে। এখন গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ঝাড়খণ্ড সীমান্ত। সেখানে নাকা তল্লাশি চলছে।
রানাঘাট-পুরুলিয়ার পরে এবার রানিগঞ্জের সেনকোর শোরুমে ডাকাতি। কীভাবে ওই শোরুমে লুটপাট চালাল দুষ্কৃতীরা তার সিসিটিভি ফুটেজ দেখুন...#TheWallBangla #SencoGold #Robbery #cctvfootage pic.twitter.com/1TR8mTkzcI
— The Wall (@TheWallTweets) June 9, 2024
সেনকোর ওই শোরুমটি রয়েছে রানিগঞ্জের নেতাজি সুভাষ বোস রোডের উপর। বেলা সাড়ে ১২টা নাগাদ ৭জনের একটি দুষ্কৃতী দল মুখে কাপড় বাঁধা অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে ঢোকে। বন্দুক দেখিয়ে দোকানের কর্মীদের ভয় দেখায়। এরপরে তাঁদের সকলকে শোরুমের একটি জায়গায় আটকে রেখে যথেচ্ছ লঠুপাট চালায়। সেখানে থাকা সোনা ও হিরের গয়না নিয়ে চম্পট দেয়। এদিকে শোরুমে ডাকাতির খবর পেয়ে রানিগঞ্জ থানা ও শ্রীপুর ফাঁড়ি পুলিশ সেখানে পৌঁছয়। ডাকাতদের ধরতে তারা শোরুমটিকে চারদিক দিয়ে ঘিরে ফেলে।
এদিকে শোরুমের ভিতরে থাকা ডাকাত দলও পালাবার পথ খুঁজতে থাকে। শুরু হয় পুলিশ ও ডাকাতদের গুলি বিনিময়। গুলি চলার শব্দে স্থানীয়রাও প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়ে। পুলিশের সঙ্গে গুলির লড়াই চালাতে চালাতে বাইক নিয়ে পালাবার সময়েই এক ডাকাতের পায়ে গুলি লাগে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতদের তিন জন অন্যত্র পালিয়ে গেলেও। বাকি চারজন ডাকাত আসানসোলের দিকে পালায়। সেখানে তাদের বাধা দিতে গিয়ে আহত হন দুই ব্যক্তি। ডাকাতদের ধরতে চারিদিকে নাকা চেকিং চলছে। সীমান্তগুলিকে সিল করে দেওয়া হয়েছে।
জানা গেছে শোরুমের নীচের উপরে একটি আসবাবের দোকান রয়েছে। কিছুটা দূরেই ব্যাঙ্ক ও শ্রমিক সংগঠনের অফিস রয়েছে। বেশ জমজমাট এলাকা হিসাবে পরিচিত এটি। সেখানে দিন-দুপুরে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন।
গত বছর অগস্ট মাসের শেষের দিকে একদিনেই পুরুলিয়া ও রানাঘাটের সেনকো গোল্ড শোরুমে হানা দিয়েছিল ডাকাতদের দুটি পৃথক দল। সেখানে কয়েক লক্ষ টাকার সোনা ও হিরের গয়না ডাকাতি হয়।