শেষ আপডেট: 23rd June 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের সেনকো গোল্ডে ডাকাতির ঘটনায় ইতিমধ্যে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এবার মেঘালয় থেকে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। ধৃতের নাম বিবেক চৌধুরী। তার বাড়ি বিহারের সিওয়ান জেলার চাঁদপুরে। পুলিশ তার বাড়ি পোঁছবার আগেই মেঘালয়ে পালিয়ে যায় বিবেক।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, শুক্রবার রাতে বিবেককে মেঘালয়ের রিভৌ জেলার খানাপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মেঘালয় আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে বিবেককে আসানসোলে আনা হবে। পরে তাকে আসানসোল আদালতে তোলা হবে।
কীভাবে বিহারের সিওয়ান জেলা থেকে বিবেক মেঘালয়ে চলে গেল? এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গত ৯ জুন রানিগঞ্জ সোনার দোকানে ডাকাতির পরে বিবেক কোনওভাবে বিহারে পৌঁছে যায়। কিন্তু তার আগেই আসানসোল দুর্গাপুর পুলিশ বিহার পুলিশকে গোটা ঘটনার কথা জানিয়ে রেখেছিল। আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল ডাকাতদের খোঁজে বিহারের দিকে রওনা হয়। বিবেক এই ঘটনায় জড়িত জানতে পেরে তাঁদের বাড়িতে যায়। সেখান থেকে পুলিশ জানতে পারে, বিবেকের দাদা মেঘালয়ের রিভৌ জেলার খানাপারা থানা এলাকায় থাকেন। সেখানে একটি ক্র্যাশারে কাজ করেন। বিবেক সেখানেই গেছে। এরপরেই মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে আসানসোল পুলিশ। শুক্রবার রাতে গোপন অভিযানে করে বিবেককে সেখান থেকে গ্রেফতার করা হয়।
গত ৯ জুন দুপুরে রানিগঞ্জের সোনার দোকানে হানা দিয়েছিল ৭ জনের একটি ডাকাত দল। এই ঘটনার ঠিক এক ঘণ্টা পরে একটি চার চাকা গাড়ি ছিনতাই করে পালায় ওই ডাকাত দলের চার সদস্য। এর আগে গিরিডি থেকে ডাকাত দলের এক সদস্য নগেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। তারপরে মূল অভিযুক্ত সোনু, লিঙ্কম্যান শশীকান্ত, ও সার্প শ্যুটার সুরজকে গ্রেফতার করা হয়।