শেষ আপডেট: 9th June 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জে সেনকো গোল্ড শো রুমে ডাকাতির পরেই আসানসোলে ছিনতাইবাজদের গুলিতে আহত হলেন দুজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল দক্ষিণ থানার অন্তগর্ত চক্রবর্তী মোড়ের কাছে চার ছিনতাইবাজ একটি গাড়ি ছিনতাই করে। গাড়ির মালিককে লক্ষ্য করে গুলি চালায়। তাঁকে বাঁচাতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ছিনতাইবাজদের গুলিতে আহত হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের মধ্যে একজন দুর্গাপুরের বামনআড়ার বাসিন্দা নয়ন দত্ত (৩০)। ওই যুবককের বাঁ পায়ের থাইয়ে একটি গুলি লেগেছে। ছিনতাইবাজদের বাধা দিতে যাওয়া অন্য এক ব্যক্তির ডান হাত ছুঁয়ে বুলেট চলে যায়। আসানসোল জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনআড়ার বাসিন্দা নয়ন দত্ত একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী। তাঁর শ্বশুরবাড়ি আসানসোলের জিটি রোডের মুর্গাশোল এলাকায়। সেখানেই এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল। তাই স্ত্রী ও সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে মহিশীলা কলোনির বটতলা বাজারে ম্যারেজ হলের দিকে যাচ্ছিলেন। সেসময়েই চক্রবর্তী মোড়ের কাছে তিনি ছিনতাইবাজদের খপ্পরে পড়েন।
বাইকে করে আসা চার যুবক তাঁদের পথ আটকায়। গাড়ি থেকে নয়নবাবুদের নেমে যেতে বলে। নির্দেশ অস্বীকার করলে, নয়নবাবুর পায়ে গুলি চালায় ওই দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে নয়নবাবুদের বাঁচাতে ছুটে যান এলাকার এক ব্যক্তি। তাঁকে লক্ষ্য করে গুলি চালালে বুলেট তাঁর ডান হাত ছুঁয়ে বেরিয়ে যায়। ইতিমধ্যে ভেতর থেকে সকলকে বের করে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় ওই চার দুষ্কৃতী।
খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সেখানে গিয়ে ছিনতাইবাজদের ফেলে যাওয়া একটি মোটরবাইক উদ্ধার করে। পুলিশ ওই চার ছিনতাইবাজদের খোঁজে তল্লাশি শুরু করেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, রানিগঞ্জের সেনকো গোল্ডের ডাকাতির সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে। পুলিশের দাবি, ওই চারজনই ডাকাতদলের সদস্য। বাইকে করে পালানোর সময়ে একজনের পায়ে গুলি লেগেছিল। তারাই পরে ওই গাড়িটি ছিনতাই করে পালায়। রবিবার ছুটির দিনে রানিগঞ্জ ও আসানসোল আতঙ্ক ছড়িয়ে পড়ে।