যাদবপুরে সায়নী ঘোষ, সৃজন ভট্টাচার্য এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
শেষ আপডেট: 11th June 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: ভোটের দিন শিব মন্দিরে পুজো দিয়ে বাড়তি নজর কেড়েছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী-অভিনেত্রী সায়নী ঘোষ। অন্যদিকে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য শেষ প্রচারে দ্য ওয়ালে দাবি করেছিলেন, যাদবপুর এবার লাল ঝাণ্ডায় উড়বে। লড়াইয়ের ময়দানে ছিলেন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়ও।
ভোটের দিন বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থেকেছিল যাদবপুর। গণনাকে কেন্দ্র করেও মঙ্গলবার সকাল থেকে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। শুরুর দিকে কখনও কখনও বিজেপি প্রার্থী এগিয়ে গেলেও বেলা যত গড়িয়েছে ততই জয়ের ব্য়বধান বেড়েছে সায়নীর।
কমিশনের প্রকাশিক তথ্য অনুযায়ী, সায়নীর জয়ের ব্য়বধান ২ লক্ষ ৫৮ হাজার ১৬০ । সায়নী পেয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৫২১টি ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৫৯ হাজার ৩৬১ ভোট। সিপিএমের সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৩৬৫ ভোট। ফলে যাদবপুরে সেই তৃতীয় স্থানেই থাকতে হল বামেদের।
জয়ের জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে সায়নী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ আস্থা রেখেছেন৷ সেজন্যই এই জয় সম্ভব হয়েছে।"
তবে গতবারের চেয়ে এবারে যাদবপুরে তৃণমূলের জয়ের ব্যবধান কিছুটা কমেছে। গত লোকসভা নির্বাচনে যাদবপুরে রেকর্ড মার্জিনে জিতেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর জয়ের ব্যবধান ছিল ২ লক্ষ ৯৫ হাজার ৩৩৯। সেখানে সায়নীর এবারের জয়ের ব্যবধান ২ লক্ষ ৫৮ হাজার ৩৬৫ ভোট। যদিও পর্যবেক্ষকদের মতে, এবারে যাদবপুরের লড়াই অনেকটা টাফ ছিল। সেদিক থেকে শুধু সংখ্যার বিচারে এই জয় দেখলে হবে না।