শেষ আপডেট: 7th October 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে আর্থিক বেনিয়মের মামলায় জেলে গিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেলে গিয়ে জেরা করতে চেয়ে আদালতে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির।
সোমবার বিশেষ সিবিআই আদালতে কেন্দ্রীয় তদন্তকারীরা শুধু সন্দীপই নয়, মামলায় গ্রেফতার হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিং এবং সন্দীপের নিরাপত্তারক্ষী আসরাফ আলিকেও জেরা করতে চেয়ে আবেদন জানিয়েছে বলে খবর। এদিন সিবিআইয়ের বিশেষ আদালত আবেদন মঞ্জুর করেছে।
এর আগে চলতি মাসের ২ অক্টোবর কল রেকর্ডের সূত্র ধরে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন করেছিল সিবিআই। পরে আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে গিয়েই দুজনকে জেরা করেছিল সিবিআই। আদালত জানিয়েছিল দুজনকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই।
এবার সন্দীপ-সহ তিন জনকে জেলে গিয়ে জেরা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হল ইডি। জানা যাচ্ছে, সন্দীপের বাড়ি-সহ একাধিক জায়গা থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারীরা জেরা করবে বলে খবর। তবে তিন জনকে কবে জেরা করা হবে সেই দিনক্ষণ এখনও জানা যায়নি। সূত্রের খবর, তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করলে দুর্নীতি কাণ্ডে একাধিক তথ্য উঠে আসতে পারে। সে কারণেই এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে এদিন আবেদন জানায় ইডি।
আরজি করে চিকিৎসক মৃত্যুর ঘটনার পর পরই কলেজের আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, তিন বছরেরও বেশি সময় ধরে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি চলেছে। সে বিষয়ে তদন্তের জন্য গত ১৬ অগস্ট রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়।