শেষ আপডেট: 24th March 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো: সজ্জন জিন্দলের নামটি বাংলায় পরিচিত। পশ্চিমবঙ্গের শালবনীতে তাঁদের ইস্পাত কারখানা রয়েছে। এবং তাঁর ছোট ভাই নবীন জিন্দল যোগ দিচ্ছেন বিজেপিতে।
সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার সময়ে রাহুল গান্ধী যে সব নবীন তথা তরুণ নেতার উপর ভরসা করতে শুরু করেছিলেন, শিল্পপতি ওমপ্রকাশ জিন্দলের ছোট ছেলে তাঁদের মধ্যে ছিলেন অন্যতম। হরিয়ানার কুরুক্ষেত্রে তাঁকে প্রার্থী করেছিল কংগ্রেস। সেই সময়ে হরিয়ানায় কংগ্রেসের নিরঙ্কুশ ক্ষমতা। ভূপিন্দর সিং হুডা ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। কুরুক্ষেত্র থেকে পর পর দু'বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন নবীন জিন্দল।
কিন্তু হরিয়ানায় কংগ্রেস সরকারের পতনের পর নবীনকে আর কংগ্রেসের জন্য মাঠে ময়দানে বিশেষ দেখা যায়নি। ব্যবসাতেই মনোনীবেশ করেন তিনি। জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান হলেন নবীন। কদিন আগে ইন্ডিয়া স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। রবিবাসরীয় সন্ধেয় তিনি সামিল হলেন বিজেপিতে।
এমন সময়ে নবীন বিজেপিতে যোগ দিলেন যখন এই জাতীয় দলের লোকসভার প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে। ফলে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে যে নবীনকে কি হরিয়ানার কোনও আসন থেকে প্রার্থী করতে পারে বিজেপি?
বড় ভাই সজ্জন জিন্দলের রাজনীতিতে বিশেষ আগ্রহ দেখা না গেলেও নবীনের বরাবরই তা ছিল। তিনি নিজেকে বরাবরই অতিশয় জাতীয়তাবাদী হিসাবে তুলে ধরেন। কোটে বা বন্ধগলার বুকে ভারতের পতাকার ব্যাজ লাগানো থাকে। সেদিক থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়ার ক্ষেত্রে তাঁর হয়তো যুক্তি সাজানোই ছিল। মোদ্দা বিষয় হল, দেশের এক বড় শিল্পপতি এবার খাতায়কলমে বিজেপি হলেন। তাঁকে নিয়ে বিজেপির আর কোনও ভাবনা রয়েছে কিনা সেটা হয়ত ক্রমশ প্রকাশ পাবে।