শেষ আপডেট: 17th December 2023 19:24
দ্য ওয়াল ব্যুরো: শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলেন এক অভিনেত্রী। জেএসডব্লিউ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সজ্জনের বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় বুধবার রাতে একটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, অভিযোগকারিণী পেশায় একজন অভিনেত্রী। মুম্বইয়ের বাসিন্দা ওই মহিলা চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই খ্যাতনামা শিল্পপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন বলে জানা গেছে। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ সেই সময় তাঁর অভিযোগ নিতে চায়নি। এরপর একপ্রকার বাধ্য হয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশেই শেষ পর্যন্ত পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারিণী।
তাঁর দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে ২০২১ সালে দুবাইয়ে একটি আইপিএল ম্যাচের ভিআইপি বক্সে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল সজ্জনের। তারপর থেকেই আলাপ বাড়তে শুরু করে দুজনের। অভিনেত্রীর দাবি, শিল্পপতি তাঁকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছেন তাঁর সঙ্গে। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রাখেননি।
কিন্তু তিনি সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ২০২২ সালের ২৪ জানুয়ারি সজ্জন তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন অভিযোগকারিণী। তিনি আরও জানিয়েছেন, সেই ঘটনার জন্য জিন্দাল পরে তাঁর কাছে ক্ষমা চাইলেও একই সঙ্গে ঘটনার কথা কাউকে বললে তার ফল একেবারেই ভাল হবে না বলে তাঁকে হুমকিও দেন। এমনকী, তাঁর সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন তিনি।
অভিনেত্রী তাঁর অভিযোগপত্রে আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে জিন্দালের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে তাঁকে ফিরিয়ে দেয় পুলিশ। মুম্বইয়ের অন্তত তিনটি থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তারপরেই আদালতের দ্বারস্থ হতে হয় তাঁকে।
মহিলার অভিযোগ শোনার পরেই বোম্বে হাইকোর্টের বিচারপতি পিডি নায়েক এবং এনআর বরকারের একটি বেঞ্চ ওই তিনটি থানার সিনিয়র পুলিশ আধিকারিকদের তলব করেছে আদালতে। এছাড়া আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, মহিলার অভিযোগ নিয়ে তদন্ত করতে হবে তো অবশ্যই, শুধু তাই নয়, দু'মাস সময়সীমার মধ্যে সেই তদন্ত শেষ করতে হবে।