শেষ আপডেট: 22nd July 2023 02:41
দ্য ওয়াল ব্যুরো: মণিপুর ইস্যুতে সংসদ তখন উত্তাল! সেরাজ্যে হওয়ার সাম্প্রতিক নারকীয় ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধী শিবির। ঠিক সেই সময় মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বন্ধ করতে তাঁর নিজের রাজ্য কতখানি সফল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপরেই কালবিলম্ব না করে তাঁর মন্ত্রিত্ব কেড়ে নিল রাজস্থানের কংগ্রেস সরকার (Rajasthan Minister Sacked)।
ওই মন্ত্রীর নাম রাজেন্দ্র সিং গুধা (Rajendra Singh Gudha)। তিনি রাজস্থানের সৈনিক কল্যাণ মন্ত্রক, হোমগার্ড, বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রক এবং গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী ছিলেন। সূত্রের খবর, রাজস্থানের বিধানসভার অধিবেশনে সর্বনিম্ন আয় সংক্রান্ত গ্যারান্টি বিল নিয়ে আলোচনার সময় মণিপুরের প্রসঙ্গে (Manipur Violence) উত্থাপন করেন কংগ্রেস বিধায়করা। সেই সময়েই আত্মসমালোচনা করে গুধা প্রশ্ন তোলেন, মণিপুর তো আলাদা কথা, কিন্তু তাঁদের রাজ্যেই বা নারীদের প্রতি হওয়া নির্যাতনের ঘটনার প্রতিকার কিংবা তা আটকানোর ব্যাপারে কতটা সফল কংগ্রেস সরকার।
'সত্যিটা হল, আমরা মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। রাজস্থানে যেভাবে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে, তাতে মণিপুর নিয়ে প্রশ্ন তোলার আগে আমাদের নিজেদের আত্মানুসন্ধান প্রয়োজন,' দাবি গুধার। তাঁর এই মন্তব্যকেই হাতিয়ার করে সঙ্গে সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান বিরোধী দল বিজেপির নেতা রাজেন্দ্র রাঠোর। তিনি বলেন, 'সংবিধান অনুযায়ী, একজন মন্ত্রী কথা বলছেন মানে সমগ্র সরকারও এটাই বলছে। এই মন্ত্রী (কংগ্রেস) সরকারের সরকারের হাঁড়ি হাটে ভেঙে দিয়েছেন। আমি ওঁকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।'
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot) নিজে মন্ত্রিসভা থেকে গুধার অপসারণের সুপারিশ করেন। এরপরেই রাজ্যপাল কলরাজ মিশ্র সেই সুপারিশপত্র গ্রহণ করে গুধার মন্ত্রীপদ খারিজ করে দেন।
কুকি যুবকের কাটা মুন্ডু ঝুলছে বেড়া থেকে! মণিপুরের আরও নারকীয় ঘটনার ভিডিও প্রকাশ্যে