শেষ আপডেট: 12th October 2023 17:01
দ্য ওয়াল ব্যুরো: আইনের রক্ষাকর্তারাই যে অনেক সময় আইন ভাঙেন কিংবা ভাঙতে উৎসাহ দিয়ে থাকেন সে কথা নতুন নয়। আজ পর্যন্ত বহু পুলিশকর্মী বেআইনি কার্যকলাপের দায়ে অভিযুক্ত হয়েছেন। কেউ ঘুষ খেয়েছেন, কেউ বা ধর্ষণের অভিযোগ দায়ের করতে আসা নিগৃহীতাকেই হেনস্থা করেছেন। এমনকী, লুকিয়ে চুরিয়ে জেলের ভিতর নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগও পুলিশের বিরুদ্ধে নতুন নয়। সম্প্রতি তেমনই একটি ঘটনা সামনে এসেছে, যেখানে কর্তব্যরত অবস্থায় জেলে থাকা আসামিদের গাঁজা পাচার করছিলেন এক কনস্টেবল। বিষয়টি জানাজানি হওয়ার পরেই চাকরি গেছে ওই পুলিশকর্মীর।
ঘটনাটি ঘটেছে মুম্বই সেন্ট্রাল প্রিজনে। অভিযুক্ত পুলিশকর্মীর নাম বীরেন্দ্র নায়েক। কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের প্রহরার দায়িত্ব ছিল তাঁর উপর। কিন্তু সেই তিনিই যে লুকিয়ে চুরিয়ে আইন ভাঙছেন তা এতদিন কে জানত!
বিষয়টি সামনে আসে গত শুক্রবার। সেদিন ওই কনস্টেবলকে হাতেনাতে ধরে ফেলেন বাকিরা। জানা যায়, জাঙিয়ার ভিতরে লুকিয়ে ৭১ গ্রাম গাঁজা পাচারের চেষ্টায় ছিলেন তিনি। আটটি ক্যাপসুলের মধ্যে ভরা ছিল সেই নিষিদ্ধ মাদক।
আরও জানা যায়, জেলবন্দি আসামিদের জন্য ওই গাঁজা নিয়ে যাচ্ছিলেন তিনি। বিনিময়ে তাদের থেকে টাকাও নিতেন। এরপরেই এনএম জোশী মার্গ থানায় ওই কনস্টেবলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তার কয়েকদিনের মধ্যেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন প্রিজনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল।