রেস্তোরাঁ ঘিরে ভিড় কাঁওয়ার পুণ্যার্থীদের!
শেষ আপডেট: 20th July 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো: সামান্য পেঁয়াজ থেকে একেবারে রেস্তোরাঁ ভাঙচুর! উত্তরপ্রদেশে কাঁওয়ার যাত্রা নিয়ে ক্রমশই উত্তাপের পারদ চড়ছে।
ঘটনা উত্তরপ্রদেশের মুজফফরনগরের। হরিয়ানা থেকে আগত এক দল কাঁওয়ার যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থী দিল্লি-হরিদ্বার হাইওয়ে ধরে আসছিলেন। পথেই পড়ে একটি ধাবা। নাম, 'তাউ হুক্কেওয়ালা হরিয়ানভি ট্যুরিস্ট ধাবা'। কাঁওয়ারিয়া পুণ্যার্থীরা হরিদ্বারের দিকেই যাচ্ছিলেন। গঙ্গাজল নিয়ে গ্রামে ফিরে আসবেন। দুপুরের মধ্যাহ্নভোজ সারতে সেই ধাবায় থেমেছিলেন তাঁরা। আর তাতেই তাল কাটে।
কাঁওয়ার যাত্রার সময় কঠোরভাবে কৃচ্ছ্রসাধন করতে হয়। নিরামিষ খেতে হয়। কোনও রকম পেঁয়াজ-রসুন অবধি ছুঁয়ে দেখেন না পুণ্যার্থীরা। নিরামিষ সবজি অর্ডার করেছেন। কিন্তু সবজি আসতেই দেখা যায়, তাতে পেঁয়াজের টুকরো রয়েছে! এতেই মেজাজ হারান তাঁরা। ধাবার কর্মীদের মারধোর করা হয়, ভাঙচুর করা হয় আসবাব পত্র। ভেতরে রাঁধুনির দিকেও তেড়ে যান অনেকে। প্রাণ বাঁচাতে কোনওমতে পালিয়ে যান রাঁধুনি। শেষে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাঁওয়ারি দলের প্রধান হরি ওম বলেন, 'আমরা রাঁধুনিকে আগেই জিজ্ঞেস করে নিয়েছিলাম। বলা হয়েছিল, যেন পেঁয়াজ-রসুন ছাড়া বানানো হয়। এদিকে তারপরেও দেখি, তরকারিতে পেঁয়াজের টুকরো!' এদিকে ধাবার মালিক প্রমোদ কুমারের বক্তব্য, 'আমি মাত্র কয়েক বছর হল ধাবা খুলেছি। জানতাম না যে পেঁয়াজও দেওয়া চলে না। এবার থেকে এটা অবশ্যই মাথায় রাখব। অন্তত ধাবাকে এই ভাঙচুর থেকে বাঁচাতে।'
কাঁওয়ার যাত্রা নিয়ে চাপানউতোর চলছে সব মহলে। চাপার থানার বড়বাবু জানিয়েছেন, তিনি বুঝিয়েসুঝিয়ে পুণ্যার্থীদের আবার রওনা করিয়ে দেন। ডেপুটি পুলিশ সুপার রাজু কুমার জানিয়েছেন, এই ধরণের সমস্যা যাতে না হয়, সেই জন্য সবরকম ব্যবস্থা রাখা হচ্ছে। গড়মুক্তেশ্বরের ডেপুটি সুপার আশুতোষ শিবম আবার বারো দিন ব্যাপী এই কাঁওয়ার যাত্রার সময় সমস্ত রকম আমিষের বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। আরও বলেছেন, কাঁওয়ারিদের কথা ভেবে সমস্ত রেস্তোরাঁ যেন নতুন থালা-বাসন কিনে রাখে।