নষ্ট হচ্ছে আলু। ফাইল ছবি।
শেষ আপডেট: 10th July 2024 21:38
দ্য ওয়াল ব্যুরো: বাজারে সব জিনিসের আকাশছোঁয়া দাম কম করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে আনাজের। সেইমতো ব্যবস্থা নিতে শুরুও করেছে পুলিস ও টাস্ক ফোর্সের সদস্যরা। এসবের মাঝেই হিমঘরে হাজার হাজার বস্তা আলু পড়ে থাকার অভিযোগে মামলা রুজু হল হাইকোর্টে।
জানা গেছে, বর্ধমানে রায়না থানা এলাকায় একটি হিমঘরের মালিক, স্থানীয় ব্যবসায়ী সমিতি এবং আলু মজুতকারীদের নিজেদের মধ্যে ঝামেলার জেরে ৯৭ হাজার বস্তা আলু পচে যাচ্ছে হিমঘরে। তবু সে আলু বার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হিমঘর মালিক।
আজ, বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, হিমঘরের যে চেম্বারে আলুগুলি রয়েছে তার কিছু অংশে ইতিমধ্যেই পচন ধরতে শুরু করেছে। ফলে অবিলম্বে আলুর বস্তাগুলি বার না করতে পারলে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হবে। তিনি আরও দাবি করেন, কৃষি বিপণন ডিরেক্টরের তরফে আলুগুলি বার করার নির্দেশ থাকা সত্ত্বেও মজুতকারী ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের আপত্তির জেরে তা বার করা যাচ্ছে না। এ ব্যাপারে রায়না থানার সাহায্য চাওয়া হলেও পুলিশের তরফে কোনও সাহায্য মেলেনি বলে দাবি করেন তিনি।
উল্টোদিকে, ব্যবসায়ী সমিতির তরফে দাবি করা হয়, উপযুক্ত লাইসেন্স ছাড়াই হিমঘরটি চলছে। তাছাড়া ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হবেন, তা না দিয়ে আলুগুলি বের করা আইনসঙ্গত নয়।
সব পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি সিনহা জানান, মজুতকারীরা আইন অনুযায়ী ক্ষতিপূরণ পেতে বাধ্য। তবে ওই ৯৭ হাজার বস্তা আলু হিমঘর থেকে বার না করলে খাদ্যপণ্য নষ্ট হবে। তাই সে কথা মাথায় রেখেই আলুগুলি বের করে বাজারে পাঠাতে হবে। আগামী ৫০ দিনের মধ্যে এই কাজ করতে হবে বলে নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি সিনহা। এব্যাপারে রায়না থানার পুলিশকে সব রকম সাহায্য করার নির্দেশও দিয়েছে আদালত।