শেষ আপডেট: 6th August 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনকারীদের দাবি মেনে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টের আগেই বাংলাদেশের সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। তারপরই সেনাবাহিনীর একাধিক শীর্ষপদে বড়সড় রদবদল আনা হল।
বাংলাদেশ সরকারের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) এর তরফে মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক শীর্ষ পদে রদবদল আনা বয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডতে পাঠানো হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে আনা হল। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক পদে আনা হল।
প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের দাবি মেনে কোটা বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরে আন্দোলন কিছুটা স্তিমিত হলেও প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষনেতৃত্ব।
গত শনিবার থেকে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। যার জেরে সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিয়ে বিশেষ বিমানে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন। মনে করা হয়েছিল, এরপর পরিস্থিতি হয়তো শান্ত হবে। এমনকী সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের হিংসা পরিস্থিতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তারপরই পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সেকারণেই সেনাবাহিনীর শীর্ষ পদে এই রদবদল বলে মনে করা হচ্ছে। যদিও রদবদলের বিষযে অফিসিয়ালি কোনও কারণ এখনও জানানো হয়নি।