শেষ আপডেট: 23rd August 2024 12:34
দ্য ওয়াল ব্যুরো: দুধ, ঘি, মাখন, দই সহ দুগ্ধজাত খাদ্যসামগ্রীর বিশুদ্ধতা প্রচারে এ-ওয়ান এবং এ-টু ছাপ লাগানো যাবে না। খাদ্যগুণ সুরক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্টান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই এই মর্মে নির্দেশ জারি করেছে। দুধ ও দুগ্ধজাত খাদ্যসামগ্রী প্রস্তুতকারক কোম্পানি ও ই-কমার্সগুলিকে দেওয়া ওই নির্দেশে বলা হয়েছে, প্যাকেট থেকে এ-ওয়ান এবং এ-টু ধরনের দাবি মুছে ফেলতে হবে, ভবিষ্যতেও দেওয়া যাবে না। কারণ, এই দাবিগুলিকে বিভ্রান্তিকর বলে মনে করে সংস্থা।
সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ধরনের দাবি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস আইন, ২০০৬ অনুযায়ী বিধিসম্মত নয়। দুধ ও দুগ্ধজাত সামগ্রী প্রস্তুতকারক সংস্থাগুলিকে আগে থেকে ছাপানো প্যাকেটের ক্ষতি দূর করতে তাদের আগামী ৬ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে ই-কমার্সগুলিকে এই মুহূর্তে ওয়েবসাইট থেকে এই তকমা মুছে ফেলার নির্দেশ দিয়েছে সংস্থা। এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।
Food and dairy companies are not allowed to claim A1 or A2 on milk or products. This is a landmark notification by the @fssaiindia to protect consumers from unscientific claims by food/dairy companies regarding the superiority of A2 milk, ghee, or products over A1 milk/products. pic.twitter.com/x9mTc1ISag
— R S Sodhi (@Rssamul) August 22, 2024
এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন পরাগ মিল্ক ফুড কোম্পানির চেয়ারম্যান দেবেন্দ্র শাহ। তিনি জানান, এফএসএসএআইয়ের এই নির্দেশ সঠিক সিদ্ধান্ত। তাঁর মতে, এই দুই তকমা লেখা বাজারিকরণের প্রচারসর্বস্বতা ছাড়া আর কিছু নয়। সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে একটি চমকমাত্র। ফলে গ্রাহকরা যাতে ভবিষ্যতে আর বিভ্রান্ত না হতে পারেন তার জন্য এই ভুল দাবি মুছে ফেলাই উচিত।