শেষ আপডেট: 3rd September 2024 19:27
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের মাটিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২২ বছর পর টেস্ট সিরিজে তারা পাকিস্তানকে হারাতে পেরেছে। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেকেই যথেষ্ট সন্তুষ্ট। তবে নাজমূল হোসেন শান্ত কিন্তু এখন থেকেই আসন্ন ভারত সফর নিয়ে হিসেব নিকেশ শুরু করেছেন।
সিরিজ জয়ের পর শান্তকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেকে নেওয়া হয়। সেখানে মেহদি হাসান মিরাজের পারফরম্যান্স প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হয়। জবাবে শান্ত বললেন, 'দলের জন্য ওর পারফরম্যান্স যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এই উইকেটে প্রথম ইনিংসে ও যেভাবে বল করেছে, তা এককথায় অসাধারণ। একাই পাঁচ উইকেট শিকার করেছে।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'গত কয়েকদিন ধরে ও যেভাবে অনুশীলন করছে এবং কোচের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে, তা সকলেরই নজরে এসেছে। আশা করি, ভারতের বিরুদ্ধেও মিরাজ এভাবেই পারফরম্যান্স করতে পারবে এবং গোটা দল তা অনুসরণ করবে।'
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম ম্য়াচের আয়োজন করা হবে। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ। পাশাপাশি এই দুই দলের মধ্যে তিন ম্যাচের (৭ অক্টোবর, ১০ অক্টোবর এবং ১৩ অক্টোবর) টি-২০ সিরিজও আয়োজন করা হবে। ভারত বনাম বাংলাদেশ এই টেস্ট সিরিজটা বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। তবে তার আগে এই জয় বাংলাদেশকে যে অনেকটাই অক্সিজেন দেবে, তা বলা যেতে পারে।