শেষ আপডেট: 16th September 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ইতিমধ্যে ভারতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসে ভর করে এবার ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে প্রস্তুত বাংলাদেশ। কিন্তু, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর গলায় সেই আত্মবিশ্বাসই ধরা পড়ল না।
রবিবার বিকেলবেলা ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে।
তবে ভারতে আসার আগেই ঢাকা বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে শান্ত বললেন, 'এই সিরিজটা আমাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।'
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আরও যোগ করেন, 'একটা ভালো সিরিজের (বনাম পাকিস্তান) পর, একটা দলে অবশ্যই আত্মবিশ্বাস ফিরে আসে। দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যেও সেই আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা সিরিজই আমাদের কাছে এক একটা সুযোগ। এই সিরিজের জোড়া ম্যাচই আমরা জিততে চাই। তবে ভালো পারফরম্যান্স করতে পারলেই আমরা এই সিরিজটা জিততে পারব।'
প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারতীয় ক্রিকেট দল আপাতত শীর্ষ স্থানে রয়েছে। সেকথা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক স্বীকার করলেন যে ভারতের বিরুদ্ধে জয়লাভ খুব একটা সহজ হবে না।
শান্তর কথায়, 'যদি আপনি ব়্যাঙ্কিংয়ের দিকে তাকান, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট যে ভারত আমাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে সম্প্রতি আমরা বেশ ভালো পারফরম্যান্স করছি। আশা করছি, আসন্ন সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমাদের প্রাথমিক লক্ষ্য হল, পাঁচদিন ভালো ক্রিকেট উপহার দেওয়া।'
চেন্নাইয়ের বিমানে ওঠার ঠিক আগে শান্ত বললেন, 'শেষদিনের অন্তিম সেশনে যদি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়, তাহলে আমার কিছু বলার নেই। যদি পাঁচদিন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অন্তিম সেশনে যে কোনও দলেরই জয়ের সম্ভাবনা থাকবে।'