শেষ আপডেট: 3rd August 2024 21:08
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে রূপো জিতেছেন বলিউড অভিনেতা আদিল হুসেন! নেটিজেনরা ধন্য ধন্য করছে তাঁকে নিয়ে। শুনতে অবাক লাগলেও সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে পোস্টও করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে অবশ্য মজা পাচ্ছেন অভিনেতা। তাঁর বক্তব্য, ''যদি এটা সত্যি হত...''
চলতি অলিম্পিক্সে কামাল করে দিয়েছেন তুরস্কের মিক্সড টিমের পুরুষ সদস্য ৫১ বছরের ইউসুফ দিকেচ। ১০ মিটার এয়ার পিস্তল শুটিং বিভাগে রুপো এনেছেন তিনি। চমকের ব্যাপার, শুটিং করার সময়ে বাকিরা যেমন বিশেষ চশমা বা কানে বাইরের শব্দ আটকানোর ইয়ারগার্ড পরে, তেমন কিছুই ছিল না তাঁর। শুধুমাত্র নিজের রোজকারের চশমা পরেই এই কাণ্ড করে ফেলেছেন তিনি। সেই দিকেচকে নাকি বলিউড অভিনেতা আদিল হুসেনের মতো দেখতে। তাই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে পোস্ট করছেন অনেকে।
এমনিতেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিকেচের ছবি। যেভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে তিনি শুট করছেন তা হইচই ফেলে দিয়েছে। তাঁর ছবির পাশেই অভিনেতা আদিলের ছবি রেখে অনেকে দাবি করছেন তিনিই নাকি এই অসাধ্য সাধন করেছেন! আসলে অনেকের মতে, দুজনকে হুবহু এক দেখতে লাগছে।
এই দাবিদাওয়া নিয়ে আদিল নিজে বলছেন, ''যদি এটা সত্যি হত...তাহলে ভাল হত। তবে মনে হয় শুটিং প্র্যাকটিস করার জন্য বেশি দেরি হয়ে যায়নি। মানসিকতা আছে, শুধু স্কিলসেট দরকার।'' তবে তিনি মনে করছেন, কেউ ভুল করে তাঁকে নিয়ে পোস্ট করছেন না। সবাই মজা করেই করছেন, তাই তিনিও মজা পাচ্ছেন।
Congratulations sir @_AdilHussain on winning silver at Olympics 2024 for Turkey.
— Mr. Credible (@mistercredible) August 2, 2024
Respect. pic.twitter.com/MBt2rJFOjL
প্রসঙ্গত, 'ক্যাজুয়াল' হয়েই দিকেচ পিস্তল চালিয়ে তাঁর সঙ্গিনীর সঙ্গে প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক গলায় ঝুলিয়ে নিয়েছেন। শুধু ফাইনাল রাউন্ডেই নয়, দিকেচ শুরু থেকেই এভাবে পিস্তল চালিয়ে অনেক প্রতিযোগীকে পাশ কাটিয়ে এগিয়ে এসেছিলেন। তুরস্কের মধ্যবয়সি এই শুটারের এনিয়ে এটা পঞ্চম অলিম্পিক্স। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে তাঁর আত্মপ্রকাশ। তবে এই প্রথম তিনি পদক জয় করতে পেরেছেন।