শেষ আপডেট: 8th April 2022 02:54
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে। ইউক্রেনে হামলা চালিয়ে বহু মানুষ মারার (Russia Ukraine War) অভিযোগে এই পদক্ষেপ। এর আগে ২০১১ সালে লিবিয়াকে এভাবেই সাসপেন্ড করা হয়েছিল মানবাধিকার কাউন্সিল থেকে।
গতকাল, বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের (UN) বিশেষ অধিবেশনে আমেরিকার নেতৃত্বে রাশিয়া-বিরোধী প্রস্তাব আনা হয়। ৪৭ সদস্যের এই কাউন্সিল থেকে সাময়িক ভাবে রাশিয়াকে বরখাস্ত করার সেই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ, বিরুদ্ধে ভোট দেয় ২৪টি দেশ। ভোট দেয়নি ৫৮টি দেশ। ভারতও ভোট দেয়নি।
ভারতের এই ভোট না দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। এই রাশিয়া-বিরোধী অবস্থানের ফলে ভবিষ্যতে মস্কোর সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে ভারতের। আবার আমেরিকাও চেয়েছিল, রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে সরাতে ভারত ভোট দিক। সে আশাও পূরণ হল না ভারতের তরফে। ফলে কূটনৈতিক শিবির মনে করছে, ভারসাম্য রক্ষা করতে চ্যালেঞ্জের মুখে পড়ছে ভারত।
এর আগেও গত দেড় মাসে বারবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাশিয়া-বিরোধী প্রস্তাব এসেছে, যাতে ভোট দেয়নি ভারত। এই ভোট না দেওয়ায় সরাসরি রাশিয়াকে সমর্থন না করা হলেও, রাশিয়ার সপক্ষেই গিয়েছিল। তবে এ বারের পরিস্থিতি ছিল ভিন্ন। তার কারণ, এই প্রস্তাবে ভোট না দেওয়ার অঙ্ক গণনাই হয়নি। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ভোট গণনা হয় শুধু ভোটদানকারী রাষ্ট্রের সংখ্যার ভিত্তিতেই।
মস্কোর তরফে ভারতের কাছে আবেদন ছিল, ভারত যেন রাশিয়ার পক্ষে থাকে। অর্থাৎ যে প্রস্তাবে রাশিয়াকে সরাতে চাওয়া হয়েছে, তার বিরুদ্ধে ভোট দেয়। কারণ রাশিয়া ভারতের মিত্ররাষ্ট্র, তারা সস্তায় ভারতকে অশোধিত তেল সরবরাহেও প্রস্তুত। কিন্তু ভোটের সময়ে সরাসরি রাশিয়ার পাশে দাঁড়ায়নি ভারত। তার পক্ষে ভোট দেয়নি। তবে বিপক্ষে দিয়েও সরাসরি রাশিয়াকে চটাতে চায়নি ভারত।
সম্প্রতি ইউক্রেনের বুচা শহরে সাধারণ নাগরিকের মৃতদেহের স্তূপের ছবি সামনে এসেছে (Russia Ukraine War)। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষদের নির্বিচারে মেরেছে রাশিয়া। মারার পরে পুড়িয়ে দিয়েছে, কবর দিয়েছে। বুচার গণহত্যার কড়া নিন্দা করেছে বহু দেশ। নিরপেক্ষ স্বাধীন তদন্তের দাবি করেছে ভারতও৷ এই ঘটনার পরই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বের করে দেওয়ার প্রস্তুতি শুরু করে আমেরিক ও তার মিত্রদেশগুলি৷
প্যান্ডোরা পেপারে নাম থাকা ভারতীয় ধনীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু আয়কর বিভাগের