শেষ আপডেট: 10th September 2024 16:50
দ্য় ওয়াল ব্যুরো: গত মঙ্গলবার আদালতে তোলা হলে সন্দীপ ঘোষকে চড় মেরেছিলেন এক বিক্ষোভকারী। এক সপ্তাহ বাদে মঙ্গলবার ফের আদালতে পেশ করা হয়। এদিন তাঁকে লক্ষ্য করে উড়ে এল জুতো।
আগের দিন সন্দীপকে হাজির করা হতেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আদালত চত্বরে। সন্দীপকে উদ্দেশ করে 'চোর-চোর' স্লোগান উঠেছিল। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, আদালত থেকে তাঁকে বের করে আনার সময়েই এক বিক্ষোভকারী সন্দীপকে চড় মারেন। এই ঘটনার প্রেক্ষিতেই তাঁদের সকলের ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল সিবিআই। প্রথমে মৌখিক এবং পরে লিখিতভাবেও আবেদন করা হয়। কিন্তু সেই আর্জি মানেনি আদালত। তারপরেই এদিন ফের আদালতে তোলা হয় তাঁকে।
সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে আসার খবর চাউর হতেই ভিড় বাড়তে শুরু করে। 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান ওঠে আদালত চত্বরে। সন্দীপ ঘোষের শাস্তি চেয়ে সরব হন বিক্ষোভকারীরা। এমনকী মহিলা আইনজীবীরাও তুমুল বিক্ষোভ শুরু করেন। অবস্থা এমন পর্যায়ে যায় যে শুনানি শেষ হওয়ার পরেও সন্দীপ ঘোষকে আদালত কক্ষ থেকে বের করতে হিমশিম খেতে হয় সিবিআই আধিকারিকদের।
পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন আদালত থেকে বের হওয়ার রাস্তা। বিক্ষোভকারীদের ভিড় বাঁচিয়ে কোনও মতে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। তখনই সন্দীপ ঘোষকে লক্ষ্য় করে উড়ে আসে একটি চটি। কোনও এক বিক্ষোভকারীর ছুডে দেওয়া সেই চটি অবশ্য গায়ে লাগেনি সন্দীপ ঘোষের। তড়িঘড়ি তাঁকে তুলে দেওয়া হয় প্রিজন ভ্যানে।