শেষ আপডেট: 7th September 2023 13:05
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নৌকা বাইচ প্রতিযোগিতা (Rowing Competition) ঘিরে দুপক্ষের সংঘর্ষ! গুরুতর জখম হলেন এক পঞ্চায়েত সদস্য সহ মোট ৯ জন। আহত ওই গ্রামপঞ্চায়েত সদস্য আবতাবউদ্দিন মোল্লা। বৃহষ্পতিবার বিকালে ঘটনাটি ঘটে ক্যানিংয়ের (Canning) নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের রামামারি গ্রামে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
হার-জিতকে কেন্দ্র করে আচমকা দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। একে অপরকে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হন মোট নজন। জখমদের মধ্যে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েত সদস্য আবতাবউদ্দিন মোল্লা ও তাঁর দুই ছেলে নাজমুল মোল্লা, আবুমোতালেব মোল্লার অবস্থা সঙ্কটজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। নৌকা-বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে কেন এমন ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: কাদামাটিতে দই মিশল, নন্দ উৎসবে মাতল বৈকুণ্ঠপুর রাজবাড়ি