শেষ আপডেট: 4th August 2024 00:08
দ্য ওয়াল ব্যুরো: পুরো পরিবারই চ্যাম্পিয়ন। এককথায় বলা যায়, চ্যাম্পিয়ন পরিবার।
এক ঘরে তিনটি অলিম্পিক্স সোনা। মনে হয় গল্প, না এটাই সত্যি, ঘোর বাস্তব। অলিম্পিক্স গেমস বহু রূপকথার জন্ম দেয়, এবারও দিল প্যারিসে সেইন নদীতে। বাবা, ভাইয়ের পরে গেমসের রোয়িংয়ে সোনা জিতলেন ক্যারোলিয়েন ফ্লোরিনও। ২৬ বছর বয়সি এই ডাচ রোয়ার মহিলাদের সিঙ্গলস স্কালসে ৭ মিনিট ১৭.২৮ সেকেন্ড সময়ে সোনা জিতেছেন।
ক্যারোলিয়েনের ভাই ফিন ফ্লোরিন গত সপ্তাহেই ছেলেদের কোয়াড্রপল স্কালসে সোনা জিতেছেন। তাঁদের বাবা রোনাল্ড ফ্লোরিনও দুটি অলিম্পিক্স পদকের মালিক।
ফ্লোরিন পরিবারের যিনি মা আন্তে রেহাগও বিশ্ব রোয়িং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। খেলেছেন ১৯৯৬ আটলান্টা অলিম্পিক্সেও। তিনি সেবার না পারলেও তাঁর স্বামী ক্যারোলিয়েনের বাবা সোনা জিতে ফেরেন।
নেদারল্যান্ডসের এই রোয়ার ১৯৮৮ সিওল অলিম্পিক্সেও সোনা জিতেছিলেন। একই পরিবারের সবাই রোয়িং চ্যাম্পিয়ন। সিনেমার গল্পকেও হার মানাবে এই ঘটনা সোনা জয়ের পরে কন্যা ক্যারোলিয়েন জানান, ‘‘আমার কাছে এটা বিশ্বজয়ের মতো। যে বাড়িতে সবাই সোনা জিতেছে, সেটি না পেলে আমি কী করতাম জানি না। আমি আজ সবার থেকে খুশি।’’