শেষ আপডেট: 29th October 2023 17:22
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শেষেই এল এক ভয়ঙ্কর দুঃসংবাদ। এদিন লস এঞ্জেলেসে নিজের বাড়ির বাথটব থেকে ফ্রেন্ডস খ্যাত অভিনেতা ম্যাথু পেরি ওরফে চ্যান্ডলার বিংয়ের দেহ উদ্ধার করাহয়েছে । ৫৪ বছর বয়সি এই অভিনেতাকে বাথটব থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন ফার্স্ট রেস্পন্ডার্সরা। তবে হাজার চেষ্টার পরেও জ্ঞান ফেরানো যায়নি তাঁর। বাথটবে ডুবে তাঁর এই মৃত্যু মনে করিয়ে দেয় শ্রীদেবীর মৃত্যুর কথা। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ঠিক একইভাবে দুবাইয়ের হোটেলে বাথটব থেকে অভিনেত্রীর নিথর দেহ উদ্ধার করা হয়েছিল।
ম্যাথু পেরিকে সারা দুনিয়া চেনে বিখ্যাত সিটকম শো ফ্রেন্ডস-এর কিংবদন্তি চরিত্র চ্যাণ্ডলার বিং- এর জন্য। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুনিয়া, বিশেষ করে ফ্রেন্ডস ফ্যানেরা। চলুন এই অভিনেতার ব্যাপারে পাঁচটি অজানা তথ্য জেনে নেওয়া যাক।
১) ম্যাথু পেরি আমেরিকার ম্যাসাচুসেটস শহরে জন্মগ্রহণ করেন ১৯৬৯ সালের ১৯ অগস্ট। যদিও তাঁর পড়াশোনা, বড় হওয়া কানাডাতে। তাঁর মা ছিলেন কানাডার একটি সংস্থার সাংবাদিক। বাবা ছিলেন একজন বিখ্যাত মডেল ও অভিনেতা।
২) অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কিশোর বয়সে ম্যাথু পেরি লস এঞ্জেলেসে চলে আসেন। বেশ কিছুদিন চেষ্টা করার পর কিছু বিজ্ঞাপনে মুখ দেখানোর সুযোগ পান তিনি। তারপর কিছু বিখ্যাত শো যেমন, 'চার্লস ইন চার্জ' এবং 'গ্রোয়িং পেনস'-এ তাঁকে অভিনয় করতে দেখা যায়। তবে জীবনের সবচেয়ে বড় ব্রেক পান ১৯৯৪ সালে বিখ্যাত সিটকম শো ফ্রেন্ডস- এর হাত ধরে। সেই শোয়ের সবথেকে কনিষ্ঠ অভিনেতা ছিলেন তিনি।
৩) ফ্রেন্ডসে তিনি চ্যান্ডলার বিং-এর চরিত্রে অভিনয় করেন। শোয়ের বাকি চরিত্রগুলির মধ্যে তাঁর চরিত্রটাই ছিল সবথেকে মজার। তাঁর ব্যঙ্গাত্মক সংলাপ, মিষ্টি হাসি, বন্ধুত্ব ও ভালবাসার ধরন দেখে দর্শকরা তাঁর ফ্যান না হয়ে পারেননি। ম্যাথু পেরির পাশাপাশি এই শো-তে অভিনয় করেছিলেন জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিসা কুদ্রো, ম্যাট লেব্লাঙ্ক, ডেভিড সুইমার। মোট ১০টি সিজন আছে এই শো-তে।
৪) ম্যাথু ফ্রেন্ডসের শ্যুটিংয়ের সময়েই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। সেকথা পরে বহুবার স্বীকারও করেছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বহু সাক্ষাৎকারে এবং টক শো-তে তিনি নিজের নেশাগ্রস্ত হয়ে পড়ার কথা জানান। এমনকী, আসক্তি থেকে মুক্তি পেতে তিনি যে চিকিৎসার সাহায্য নিচ্ছেন, সেকথাও জানিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর মনে নেই ১০টা সিজনের মধ্যে ৩টে সিজনের শ্যুটের কথা। ড্রাগস, অ্যালকোহল এবং পেনকিলারের নেশার থেকে মুক্তি পেতে বহু বছর লড়াই করতে হয়েছে তাঁকে।
৫) ফ্রেন্ডসের প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওর কর্মকর্তারা ম্যাথুর মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, তাঁরা খুবই দুঃখিত ম্যাথুর আকস্মিক মৃত্যুতে । এমন দক্ষ অভিনেতা তাঁদের শোয়ের বিরাট একটা অংশ জুড়ে ছিলেন। 'কমিক জিনিয়াস ম্যাথু পেরিকে শুধু আমরা নয়, সারা পৃথিবী হাসিমুখেই মনে রাখবে,' জানিয়েছেন শো-এর নির্মাতারা।