শেষ আপডেট: 3rd October 2023 15:46
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নিজের হাতে নৌকা বেয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির এমন কর্মকাণ্ডে আলোড়ন সোনামুখীতে।
নিম্নচাপের জেরে লাগাতার বর্ষণ চলছে রাজ্যে। দুর্গাপুর ব্যারেজে ১ লক্ষ ৩৫ হাজার কিউসেক জল ছাড়ায় ফুলেফেঁপে উঠেছে দামোদর নদ। এই জলে ভেসেছে বিঘার পর বিঘা চাষের জমি। মঙ্গলবার নিজের হাতে নৌকা বেয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি।
দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে এদিন সকালে সোনামুখী ব্লকের সমিতি মানা এলাকায় বিঘার পর বিঘা সবজি ও ধান জমি জলের তলায় চলে গেছে খবর পেয়ে এলাকায় আসেন দিবাকরবাবু। নিজের হাতে নৌকা বেয়ে দামোদর নদের পরিস্থিতি খতিয়ে দেখেন। সোনামুখী ব্লকে দামোদর তীরবর্তী সমিতিমানা, কেনেটিমানা এই এলাকাগুলোর মানুষরা প্রত্যেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত। বিঘার পর বিঘা জমিতে সবজি এবং ধান চাষ করেছেন তাঁরা। অন্য গ্রামগুলিতে এখনও জল না ঢুকলেও সমিতিমানার বিঘার পর বিঘা সবজি এবং ধানের জমি জলের তলায়। জলের পরিমাণ বাড়তে থাকলে এবার বসতবাড়িতেও জল উঠে যাবে। এমনটাই মনে করছেন স্থানীয় মানুষজন। রীতিমতো আতঙ্কে রয়েছেন তাঁরা।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
এই আবহেও বিধায়কের নৌকা চালিয়ে এলাকায় পৌঁছনোর খবরে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ মণ্ডল বলেন, “বিধায়ক এলাকা পরিদর্শনের নাম করে রাজনীতি করতে গেছেন। মানুষকে বিভ্রান্ত করছেন।”
বিধায়ক বলেন, “আনাজ চাষের জন্য এই গোটা এলাকার পরিচিতি। প্রতিবছর বর্ষাতেই ভাসে এই এলাকা। এবারও একই ঘটনা। আজকে খারাপ পরিস্থিতি বলে এসেছি, এমনটা নয়, সারাবছর আমি এখানকার মানুষের পাশে থাকি। এটাই আমার বাড়িঘর। আমি এখানকার জনপ্রতিনিধি। তাই আমি ওঁদের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে! এই নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে।”