শেষ আপডেট: 9th April 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: দেখতে সাধারণ ট্রাঙ্কই। কিন্তু কাজে অসাধারণ। এই ট্রাঙ্কের আলট্রাভায়োলেট রেডিয়েশন আধ ঘণ্টার মধ্যে ভাইরাসের অস্তিত্ব মুছে দিতে পারে। বাজার থেকে যে জিনিসপত্রই কিনে আনা হোক না কেন, কাঁচা আনাজ থেকে দুধের প্যাকেট ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস, এমনকি টাকাপয়সাও দ্রুত স্যানিটাইজ করে নেওয়া যেতে পারে এই ট্রাঙ্কে। করোনা ঠেকাতে এমনই ইউভি-ট্রাঙ্ক বানিয়েছে পঞ্জাবের রোপার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি। করোনাভাইরাসের স্ট্রেন সার্স-কভ-২ যে কোনও মসৃণ পদার্থ বা জড়বস্তুর উপরে জমে থাকতে পারে এমন দাবি করেছেন বিজ্ঞানীরাই। এও বলা হয়েছে, কোনও পদার্থ যত মসৃণ হবে তার উপর ভাইরাস তত বেশিদিন বেঁচে থাকতে পারবে। ফেস-মাস্ক, প্লাস্টিক বা ওই জাতীয় পদার্থের উপরে চার থেকে সাত দিন অবধি ভাইরাস বেঁচে থাকতে পারে বলে দাবি বিজ্ঞানীদের। কাজেই যে কোনও জিনিস বা পদার্থ হাত দিয়ে ছুঁলে, ভাল করে হাত স্যানিটাইজার বা সাবান দিয়ে ধুয়ে নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেই প্রশ্ন উঠেছে, টাকাপয়সা কীভাবে স্যানিটাইজ করা হবে? অথবা বাজার থেকে কিনে আনা কাঁচা আনাজ, বিস্কুট, দুধের প্যাকেট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস নানা হাত ঘুরেই ঘরে আসছে, তারই বা কী হবে? সেইসব জিনিসপত্র জীবাণুমুক্ত করার জন্যই এমন ইউভি-ট্রাঙ্ক বানানো হয়েছে বলে জানিয়েছেন আইআইটি-রোপারের সিনিয়র সায়েন্টিফিক অফিসার নরেশ রাখা।