শেষ আপডেট: 19th April 2024 21:26
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সও আর্জেন্টিনাকে বিশ্বসেরা হতে সহায়তা করেছিল। কিন্তু খেতাবের পরে ডিবু মার্টিনেজের অঙ্গভঙ্গি তাঁকে বিতর্কিত করে দিয়েছিল। তিনি ফাইনাল ম্যাচেও নানা কারণে বিতর্ক সৃষ্টি করেছিলেন। ঝামেলায় জড়ান ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপের সঙ্গেও।
আবারও বিতর্কের ঘনঘটা আর্জেন্টাইন গোলরক্ষকের ভূমিকা নিয়ে। ইউরোপা কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে লিলের বিরুদ্ধে ডিবু টাইব্রেকার বাঁচিয়ে নায়ক হয়েছেন। তবে বিপক্ষের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে তিনি প্রথমার্ধে একবার হলুদ কার্ড দেখেন।
আবার পেনাল্টি শুটআউটের সময়ও রেফারি অ্যাস্টনভিলা গোলরক্ষককে কার্ড দেখান। কিন্তু অবাক করা নিয়মে তিনি মাঠেই থেকে গিয়েছেন। তাঁকে লাল কার্ড দেখানো হয়নি। কারণ ফুটবলের নিয়মে রয়েছে, নির্ধারিত সময়ের কার্ডের সঙ্গে পেনাল্টি শুটআউটের সময় কার্ড দেখানো হলে সেটি ধরা হয় না। তাই ওই নিয়মে মাঠে থেকে গিয়েছেন মেসিদের সতীর্থ।
ম্যাচে এমি মার্টিনেজ অ্যাস্টনভিলার হয়ে দুটি অনবদ্য টাইব্রেকার বাঁচিয়েছেন। তিনি আবার বিতর্ক সৃষ্টি করেছেন দর্শকদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে।