শেষ আপডেট: 5th July 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বিজেপি নেতার তিনতলা বাড়ির ছাদে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাঝাবাড়ি এলাকায়। জানাগিয়েছে, মৌমাছি তাড়াতে গিয়ে এমন অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। প্রায় আধঘণ্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ওই এলাকায় বিমল রায় নামে এক বিজেপি নেতার বাড়িতে আগুন লেগেছে। তিনি বিজেপির মণ্ডল সভাপতি। তাঁর তিনতলা ছাদে থাকা গোডাউনে আগুন লাগে। দমকল সূত্রে খবর, ছাদে একটি মৌমাছির চাক তৈরি হয়েছিল। বাড়ির লোকজন আগুন জ্বালিয়ে সেই মৌচাক ভাঙতে গিয়েছিলেন। সেই থেকে আগুন লাগে। দমকল কর্মীদের অভিযোগ, গোডাউনে অনেক প্ল্যাটিকের সামগ্রী রাখাছিল। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সময় মতো দমকল ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে এসে যায়। প্রায় আধঘণ্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।
দলীয় কর্মীরা বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ওই নেতা বাড়ির ছাদে ওই ধরনের গোডাউন তৈরি হল কীভাবে তাই নিয়ে এখন প্রশ্ন উঠছে।