শেষ আপডেট: 27th June 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বাড়ির ছাদ থেকে উদ্ধার হল অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর গুলিবিদ্ধ দেহ। বুধবার রাতে লাউদোহা এলাকাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ইসিএল কর্মীর নাম কাজল ঘোষ (৬২)। দুর্গাপুরের লাউদোহা থানা এলাকায় কালিপুর গ্রামে কাজলবাবুর বাড়ি রয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধে নাগাদ বাড়ির নির্মিয়মাণ ছাদে তিনি জল ঢালতে গিয়েছিলেন। অনেকক্ষণ হয়ে গেলেও ছাদ থেকে তিনি নামছেন না দেখে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে সেখানে যান। দেখেন, গুলিবিদ্ধ অবস্থায় ছাদে পড়ে রয়েছেন কাজলবাবু। গুলি তাঁর মাথায় লেগেছে। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। তড়িঘড়ি কাজলবাবুকে উদ্ধার করে ফরিদপুর লাউদোহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আত্মীয়রা জানিয়েছেন, কাজলবাবুর গলায় একটি সোনার চেন ছিল। সঙ্গে ছিল টাকা-পয়সা ভর্তি মানিব্যাগ। সেগুলি খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাউদোহা থানার পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারাও সেখানে যান। কী কারণে এই ঘটনা ঘটল পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলে পুলিশ জানতে পেরেছে কাজলবাবুর নির্মিয়মাণ বাড়ির সামনে যে মাঠ রয়েছে, সেখানে কয়েকজন বসে গল্প করছিলেন। তাঁরা পটকা ফাটার মতো আওয়াজ পেয়েছিলেন। পুলিশের অনুমান, গুলির শব্দকেই তাঁরা পটকার শব্দ বলে ভুল করতে পারেন। দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের লাউদোহার কালিপুর অঞ্চলে।