শেষ আপডেট: 22nd March 2024 14:53
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপেও সেই একই জেদ বজায় রেখেছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। সেবারও দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খেলাননি। তাতেও দল জিতেছিল ম্যাচে।
সেই একই গোঁ বজায় রেখেছেন পর্তুগালের পরবর্তী কোচ রবার্তো মার্টিনেজ। যদিও মার্টিনেজের সঙ্গে সম্পর্ক ভাল রোনাল্ডোর। স্যান্টোস বিদায়ের পরে অপেক্ষাকৃত তরুণ কোচ দলের দায়িত্ব নিয়েছেন। তিনিও দলকে দারুণ খেলাচ্ছেন।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পর্তুগাল ৫-২ গোলে হারিয়েছে সুইডেনকে। টানা ১১টি ম্যাচে অপরাজিত পর্তুগাল। এই ম্যাচে রোনাল্ডোকে ব্যবহারই করেননি অভিজ্ঞ কোচ। ইতিমধ্যেই ইউরো কাপের মূলপর্বে খেলার যোগ্যতা আদায় করে নিয়েছেন রোনাল্ডোরা।
ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। দলের হয়ে গোল করেন রাফায়েল লিও, ম্যাথিউস নুনোস ও ব্রুনো ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতেই (৫৭ মিনিট) গোল করেন পর্তুগালের ব্রুমা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-০। পরে ৫৮ মিনিটে একটি গোল করে ব্যবধান ৪-১ করে সুইডেন। এরপর আবার গোল করে ব্যবধান (৫-১) বাড়ায় পর্তুগাল তারকা গনচেলো। ম্যাচের মূল সময়ের শেষ মিনিটে গোল করে ব্যবধান ৫-২ করে সুইডেন।
মার্টিনেজ বরাবরই টিমগেমে বিশ্বাসী। তিনি ব্যক্তিগত মুনশিয়ানাকে গুরুত্ব দেন না। তাই পুরো দলটিকে এমনভাবে তৈরি করেছেন যাতে রোনাল্ডো অবসর নিলেও জাতীয় দলে তার কোনও প্রভাব পড়বে না। এর আগেও রোনাল্ডোকে ছাড়াই ন’গোল দিয়েছে পর্তুগাল। তাই এটি নতুন বিষয় নয়।