বিতর্কে জল ঢালতে আজারবাইজান সফর বাতিল করে আজ বার্লিনের মাঠে আসছেন তুরস্কের রাষ্ট্রপতি এর্দোগান।
শেষ আপডেট: 6th July 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: একটি গোল। তার সেলিব্রেশন। তা থেকেই জল গড়াল কূটনৈতিক টানাপোড়েনে। এমনই যে, তলব করা হল রাষ্ট্রদূতকে! শেষে পরিস্থিতি সামলাতে মাঠে নামতে হচ্ছে খোদ রাষ্ট্রপতিকে!
ইউরোর মাঠে ফের বিতর্ক, ফের উত্তেজনা। গত ২ জুলাই, লাইপজিগের রেড বুল এরেনায় মুখোমুখি হয়েছিল তুরস্ক ও অস্ট্রিয়া। র্যালফ র্যাংনিকের ছেলেদের ২-১ গোলে হারায় তুর্কিরা। দুই গোল করেন মেরিহ দেমিরাল। কিন্তু বিতর্ক বাধে গোলের পরে। অভিযোগ, দেমিরাল উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এমন কিছু অঙ্গভঙ্গি করেন, যাতে তুরস্কের এক অতি দক্ষিণপন্থী, উগ্রবাদী দল 'গ্রে উলফ'-এর ছাপ রয়েছে। পোশাকি নাম, 'উলফ স্যালুট'। সাতের দশকে তুরস্কের টালমাটাল সময়ে একাধিক রাজনৈতিক হত্যার পিছনে নাম রয়েছে এই দলটির। ফ্রান্স, অস্ট্রিয়া রাজনৈতিকভাবে তাদের নিষিদ্ধ করেছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের 'সন্ত্রাসবাদী' আখ্যা দিতেও উদ্যোগ নিয়েছে। সেই দলের অনুগত অঙ্গভঙ্গি করতেই দেমিরালের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে উয়েফা।
দেমিরাল অবশ্য এতে দোষের কিছু দেখেননি। বলেছেন, 'আমার মাথায় গোল করার পর সেলিব্রেট করার পরিকল্পনা ছিল। সেটাই করেছি। আমি গর্বিত। আমি একজন তুর্ক, আমার মনে হয়েছিল গোলের পর ওটা করতে হবে। করতেই চেয়েছিলাম এবং করেছি, আমি খুব খুশি।'
ঘটনাচক্রে, শোনা যায়, এই উগ্রবাদী দলের গোপন শাখা পশ্চিম ইউরোপের একাধিক দেশে রয়েছে। জার্মানিও তার মধ্যে পড়ে। ইতিমধ্যেই জার্মানিতে তুর্কি বংশোদ্ভূত জনসংখ্যা বাড়তির দিকে। ফলে ওই অঙ্গভঙ্গি দেখে তীব্র প্রতিক্রিয়া জানান জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফিজার। অভিযোগ আনা হয় বর্ণবিদ্বেষের। জার্মানির একাধিক তুর্কি বংশোদ্ভূত মন্ত্রীও সরব হ'ন। মন্ত্রী কেম ওজদেমির যেমন বলেন, এই ভঙ্গিমা আসলে 'সন্ত্রাস ও ফ্যাসিবাদের প্রতীক'।
ইউরোপে দক্ষিণপন্থার হাওয়া তীব্র হলেও জার্মানিতে এখনও নাৎসিবাদ ও ফ্যাসিবাদ নিয়ে রাজনৈতিক মহল মাত্রাতিরিক্ত স্পর্শকাতর। ফলে ন্যান্সির মন্তব্য সামনে আসতেই বিতর্কে ঘৃতাহুতি পড়ে। সটান অভিযোগ জমা পড়ে উয়েফায়। পত্রপাঠ দেমিরালকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা। যার মধ্যে পড়ছে আজ, শনিবারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের খেলা। যাতে তুরস্কের ইউরো কাপে টিকে থাকা নির্ভর করছে।
এতেই চটে যায় তুরস্ক। সটান আঙ্কারায় জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়। তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহমেট বুয়ুকেকসি বলেন, এটা লঘু পাপে গুরু দণ্ড হয়ে যাচ্ছে। 'এর থেকেও অনেক ভয়ানক খারাপ ঘটনা গ্যালারিতে ঘটিয়েছেন দর্শকরা। তখন এত কড়া সাজা হয়নি। এগুলোই উয়েফার দ্বিচারিতা।' তুরস্কের বিদেশমন্ত্রক অবধি বিষয়টিকে 'কিছু ইউরোপীয় দেশে বিদেশীদের প্রতি পক্ষপাতদুষ্ট ব্যবহার' ইত্যাদি বলে চালিয়েছে।
জার্মানিও অবশ্য বসে নেই। আঙ্কারায় জার্মান রাষ্ট্রদূতকে তলব করার পাল্টা বার্লিনেও তুর্কি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে জার্মানি।
শেষ অবধি আসরে নামতে হয়েছে খোদ তুর্কি রাষ্ট্রপতি রেচেপ তাঈপ এর্দোগানকে। তুর্কি বিদেশমন্ত্রক সূত্রে খবর, আজ, শনিবার আজারবাইজানে একটি বৈঠক করার কথা ছিল এর্দোগানের। কিন্তু এই ঘটনার পরে সেসব আপাতত তিনি বাতিল করে জানিয়েছেন, তিনি শনিবার বার্লিনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তুরস্কের ম্যাচে গ্যালারিতে হাজির থাকবেন। ধুন্ধুমার এই হাইভোল্টেজ ম্যাচ থেকেই বাদ পড়েছেন দেমিরাল। আশঙ্কা করা হচ্ছে, প্রতিবাদে গ্যালারিতে সমর্থকরা হয়ত দ্বিগুণ উৎসাহে ওই অঙ্গভঙ্গি করতে থাকবেন। এর্দোগানের উপস্থিতিতে বিষয়টি আরও বাড়তে পারে। এর্দোগান অবশ্য একে '২৬ বছরের ছেলে, আনন্দের আতিশয্যে করে ফেলেছে' ইত্যাদি বলে থিতু করতে চেয়েছেন। বার্লিনে, বিখ্যাত অলিম্পিয়াস্টেডিওনে আজ কোডি গ্যাকপো, ভার্জিল ভ্যান ডাইকের ডাচ ব্রিগেডের মুখোমুখি হবে তুরস্ক।