শেষ আপডেট: 30th December 2022 13:47
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ‘এক পেয়ার কা নাগমা হে’ ছবির (biopic) পরিচালক ঋষিকেশ মণ্ডল এবং ছবির নায়িকা ইশিকা দে-র বিয়ের ছবি (exclusive photo) সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে কি ঋষিকেশ মণ্ডল ছবি করতে গিয়ে ইশিকার সঙ্গে বিয়ে সেরে ফেললেন? এমনই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ব্যাপারটা কী জানতে প্রশ্ন করতেই বৃহস্পতিবার ফোনে হেসে ফেলেন পরিচালক ঋষিকেশ। বললেন, 'আজই আমরা শ্যুটিং শেষ করে কলকাতায় ফিরলাম। দীর্ঘ কয়েকমাস ধরে এই ছবির শ্যুটিং হয়েছে। তবে আমি ছবির নায়িকা ঈশিকাকে বিয়ে করিনি। প্রচুর ফোন পাচ্ছি। এটি ছবির প্রচার কৌশল। ২৯ ডিসেম্বর ছবির শ্যুটিং আমরা শেষ করলাম। শেষ শটে একটা বিয়ের দৃশ্য ছিল। মজা করে প্রচারের স্বার্থে সেখানেই আমি ইশিকার সঙ্গে ছবি তুলেছি। আর কিছুই নয়।'
এই বছরের মার্চ মাসে হিন্দি ছবি 'মিস রানু মারিয়া' ছবির শ্যুটিং শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে মুম্বইতে শ্যুটিং চলাকালীন বিশেষ কারণে ছবির নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে 'এক পেয়ার কা নাগমা হে'। রাণাঘাট স্টেশনের রাণু মণ্ডলের (Ranu Mondal) কণ্ঠে কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের সুপারহিট গান 'এক পেয়ার কা নাগমা হে' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রানাঘাট স্টেশনের রাণু মণ্ডল রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশনে পরিণত হন। আজ রাণু মণ্ডলের জনপ্রিয়তা কোনও তারকার থেকে কম কিছু নয়। এরপর রানাঘাট থেকে রাণু মণ্ডল মুম্বইতে পাড়ি জমান। শুধু তাই নয় জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সুরে 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' নামক একটি হিন্দি ছবিতে হিমেশের সঙ্গে রাণুর ডুয়েট গান 'তেরি মেরি কাহানি' রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। সেই রাণু মণ্ডলকে নিয়ে প্রথম হিন্দি ছবি তৈরি করছেন ‘কুসুমিতার গপ্পো’ খ্যাত পরিচালক ঋষিকেশ মণ্ডল।
রানাঘাট স্টেশন থেকে মুম্বই পাড়ি দেওয়ার ঘটনার পাশাপাশি রাণুর জীবনের বেশকিছু ঘটনা যা সকলের অজানা তা ছবিতে ফুটে উঠবে। পরিচালকের বক্তব্য অনুযায়ী, ‘’এটি রাণু মণ্ডলের বায়োপিক নয়, তবে তাঁর জীবনী অবলম্বনে এই ছবি তৈরি করেছি। তাঁর জীবনের অজানা দিক ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। ছবিতে রাণু মণ্ডলের নাম মীরা। রাণু মণ্ডলের গানে প্রথাগত কোনও শিক্ষা নেই। তিনি রেডিওতে শুনে গান গলায় তুলে নিতে পারেন। মা সরস্বতীর আশীর্বাদ রয়েছে তাঁর ওপর। বাপ্পি লাহিড়ীর নাইট শুনে প্রথম তিনি গান গাওয়ার স্বপ্ন দেখেন। এরপর তিনি বিয়ের আগে রাণু মারিয়া নামে একসময় অর্কেস্ট্রা সহযোগে মঞ্চে গান গাইতেন। ছবিতে সেই জলসার দৃশ্য ফুটিয়ে তুলতেই শীত পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছে। কারণ শীতকালেই গ্রামে গঞ্জে গানের জলসা হয়। যাতে ছবিতে সেই বাস্তব ব্যাপারটা ফুটে ওঠে তাই ডিসেম্বরে শীত পড়তেই নদীয়ার পলাশি গ্রামে রিয়াল লোকেশনে এই ছবির একটা বিশেষ অংশের শ্যুটিং হয়েছে। পলাশি গ্রামের বহু মানুষকেই ছবিতে শ্যুটিং করতে দেখা যাবে। এছাড়াও কলকাতা এবং মুম্বইতে এই ছবির শ্যুটিং হয়েছে। ছবিটি স্বর্গীয় প্রবাদপ্রতীম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের উদ্দেশে উৎসর্গ করা হবে।“
শুধু তাই নয় 'এক পেয়ার কা নাগমা হে' গানটি ছবিতে রিক্রিয়েট করবেন উষা উত্থুপ, সিধু , সুরজিৎ চট্টোপাধ্যায়।
ছবিতে দশটি গান আছে। সুরারোপ করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়, সিধু, নীলাকাশ রায়, সন্দীপ কর। রাণু মণ্ডল ও সিধুর ডুয়েট গান ছবিতে শোনা যাবে।
ছবিতে ইশিকা দে ছাড়াও মুম্বইয়ের কমল মিশ্রকে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও বাপ্পি লাহিড়ীর ভূমিকায় অভিনয় করেছেন ডক্টর সিদ্ধার্থ শংকর রায় অর্থাৎ সিধু। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ঋষিকেশ মণ্ডলের।
এই ছবিতে অভিনয় করতে গিয়ে রাণু মণ্ডলের ভূমিকায় ইশিকা দে নিজের চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে রাণু মণ্ডলের বাড়িতে সাতদিন ছিলেন। শুধু তাই নয় তিনি রীতিমতো ওয়ার্কশপও করেছেন। সাইক্রিয়াটিস্ট কমলিকা ইশিকাকে গ্রুমিং করেছেন। ছবিতে তাঁর অভিনয় নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত পরিচালক ঋষিকেশ। হুইলারস মোশন পিকচার্স প্রযোজিত এই ছবি আগামী বছর মুক্তি পাবে।
অপর্ণার লিপে সন্ধ্যা গাইলেন ‘ব্রাজিলের পেলে’, বাংলা গানেও রয়েছেন ফুটবল সম্রাট