শেষ আপডেট: 6th October 2021 14:29
দ্য ওয়াল ব্যুরো: একটা ভাইরাল ভিডিও তাঁকে রাণাঘাট স্টেশন থেকে পৌঁছে দিয়েছিল মুম্বইয়ের আলোঝলমলে গ্ল্যামার দুনিয়ায়। হিমেশ রেশমিয়া থেকে সলমন খান—মুগ্ধ হয়েছিলেন তাঁর গানে। সেই রাণু মণ্ডল (Ranu Mondal) আছেন কেমন? রাণাঘাট প্ল্যাটফর্ম থেকে তিনি হয়ে উঠেছিলেন সেলেব্রিটি। কিন্তু পুজোর আগে রাণুর কণ্ঠে গান আছে বটে, তবে মনে শুধুই বিষাদ আর অভিমান। দ্য ওয়াল যখন তাঁর বাড়িতে পৌঁছলেন তখন তিনি ঘরের কাজে ব্যস্ত। একার জীবনে যতটুকু কাজ থাকে আর কি। তারমধ্যেই শুরু হল কথা। রানু জানালেন, তাঁর ভরসা মালিক। অর্থাৎ ঈশ্বর। ভাল-মন্দ, সুখদুঃখ নিয়ে তিনি আর ভাবেন না। ভাবাই ছেড়ে দিয়েছেন। সবটাই ছেড়ে দিয়েছেন তাঁর মালিকের উপরে।