শেষ আপডেট: 2nd December 2019 14:05
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাণু মণ্ডলের। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ট্রোল। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকছেন রাণু। হালফিলে সোশ্যাল মিডিয়ার প্রায় সব মিমেও জড়িয়ে যাচ্ছে রাণু মণ্ডলের নাম। এবার গান গাইতে গিয়ে কথা (লিরিক) ভুলে গেলেন তিনি। তাও আবার নিজের গানেরই লিরিক ভুলে গিয়েছেন তিনি। হিমেশ রেশমিয়ার সুরে যে গান গিয়ে বলিউডে ডেবিউ হয়েছিল তাঁর সেই গানেরই লিরিক ভুলে গিয়েছেন রাণু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন রাণু মণ্ডল। সাংবাদিক বরখা দত্ত সম্ভবত ছিলেন ওই অনুষ্ঠানের সঞ্চালক। তিনি রাণুকে একটা গান গেয়ে শোনানোর কথা বলছেন। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান রাণু। তিনি বলেন, হিমেশ রেশমিয়ার সঙ্গে যে গান রেকর্ড করেছেন সেটাই গাইবেন।