শেষ আপডেট: 11th March 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো: ১০ মার্চ জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হল মুম্বাইতে। তারকাখচিত সন্ধেতে উপস্থিত ছিলেন শাহরুখ, রানি, আলিয়া, কিয়ারা সহ আরও বহু স্টারেরা। তাদের আগমনে সিনে অ্যাওয়ার্ডস হয়ে ওঠে অনেক বেশি উৎসবমুখর। কে কে কী পুরস্কার পেলেন রইল সেই তালিকা।
সেরা অভিনেতা (পপুলার): শাহরুখ খান, জওয়ান ও পাঠান
সেরা অভিনেতা (ভিউয়ার্স চয়েজ): সানি দেওল, গদর ২
সেরা অভিনেত্রী (পপুলার): রানি মুখার্জি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে
সেরা অভিনেত্রী (ভিউয়ার্স চয়েজ): কিয়ারা আদবানি, সত্য প্রেম কী কথা
পার্ফরমার অফ দ্য ইয়ার: কার্তিক আরিয়ান, সত্য প্রেম কী কথা
পার্ফরমার অফ দ্য ইয়ার: অনন্যা পান্ডে, খো গয়ে হাম কাহাঁ
সেরা ছবি: জওয়ান
সেরা মিউজিক: জওয়ান
সেরা ভিএফএক্স: রেড চিলিজ এন্টারটেনমেন্ট
সেরা অ্যাকশন: স্পিরো রাজাতোস, আনাল আরাসু, ক্রেগ ম্যাকরাই ও টিম, জওয়ান
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: অনিরুদ্ধ, জওয়ান
সেরা মিউজিক ডিরেক্টর: অনিরুদ্ধ, জওয়ান
সেরা সংলাপ: সুমিত আরোরা, জওয়ান
সেরা প্লেব্যাক (মেল): অরিজিৎ সিং, ঝুমে জো পাঠান, পাঠান
সেরা প্লেব্যাক (ফিমেল): শিল্পা রাও, বেশরম রং, পাঠান
সেরা লিরিক্স: কুমার, ছালেয়া, জওয়ান
সেরা গল্প: অ্যাটলি, জওয়ান