শেষ আপডেট: 8th January 2023 15:24
দ্য ওয়াল ব্যুরো: নিজের মেয়ে শিনা বোরাকে হত্যার (Sheena Bora Murder Case) অভিযোগে অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukherjee) দিন দু'য়েক আগে সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারকের সামনে অনুরোধ করেন, গুয়াহাটি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হোক! কিন্তু কেন? ইন্দ্রাণী আদালতে বলেন, আইনজীবী সাভিনা বেদি সাচার বিমানবন্দরে শিনাকে দেখেছেন। এমনকী তাঁর ভিডিও রেকর্ডও করেন তিনি। তাই বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হোক মেয়েটি শিনা নাকি অন্য কেউ!
২০১২ সালে আচমকাই নিখোঁজ হয়ে যান শিনা বোরা। তিন বছর পর জানা যায়, খুন হয়েছেন তিনি। সেই হত্যাকাণ্ডে উঠে আসে মা ইন্দ্রাণীর নাম। এমনকী নাম জড়ায় ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার ও পিটার মুখোপাধ্যায়েরও। তাঁদেরকে গ্রেফতার করে। যদিও বর্তমানে জামিনে মুক্ত ইন্দ্রাণী।
তবে ইন্দ্রাণী প্রথম থেকেই দাবি করে আসছেন, তিনি তাঁর মেয়েকে খুন করেননি। শিনা বেঁচে আছে, বছরখানেক আগে আদালতে বলেছিলেন তিনি। ফের একবার সেই একই দাবি জানালেন ইন্দ্রাণী। সাভিনা বেদির করা ভিডিওকে হাতিয়ার করে আদালতে যান। ইন্দ্রাণীর নতুন আবেদনের ভিত্তিতে আদালত সিবিআইকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সত্যিই কি বেঁচে আছেন শিনা? আইনজীবী সাভিনা বেদির দাবি, গুয়াহাটি থেকে একটি বিমানে আসার সময় অবিকল শিনার মতো একজন তরুণীকে দেখতে পান তিনি। সেইসময় তাঁর সঙ্গীকেও ডেকে দেখান। তিনিও মনে করেন ওই মেয়েটি শিনা হলেও হতে পারে। দু'জনে মিলে মেয়েটির ভিডিও তোলেন। সেই ভিডিও দেখেই ইন্দ্রাণী মেয়েকে চিনতে পারেন। তাই এদিন আদালতে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আর্জি জানান।
শিনা বোরাকে হত্যার অভিযোগ সামনে আসতেই গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ ওঠে ২০১২ সালে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। যদিও এই ঘটনায় প্রথম আলোকপাত হয় ২০১৫ সালে। ইন্দ্রাণীদের এক গাড়ির চালককে জেরা করে পুলিশ প্রথম এই ঘটনা সম্পর্কে জানতে পারে। তারপর যত সময় গেছে পেঁয়াজের খোসার মতো রহস্যে জট খুলেছেন তদন্তকারী অফিসাররা। ইন্দ্রাণীর নতুন দাবিতে ফের এই হত্যাকাণ্ডে যে নয়া বাঁক নিল, তা বলার অপেক্ষা রাখে না।
বাইকে বোমা নিয়ে সবজি কিনতে এসেছিলেন ক্রেতা! ধানবাদে বিস্ফোরণে গুরুতর জখম ৪