শেষ আপডেট: 26th January 2023 12:12
দ্য ওয়াল ব্যুরো: আজও সেই 'খান্ডালা গার্ল' হয়ে প্রতিটি দর্শকের মনে বিরাজমান রানি মুখার্জী (Rani Mukherjee)। নয়ের দশকের 'গুলাম' ছবি দিয়ে কেরিয়ার শুরু করে, বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন তিনি। কুছ কুছ কুছ হোতা হ্যায়, হর দিল জো প্যায়ার কারে গা, হে রাম, বাদল, হ্যালো ব্রাদার, সাঁথিয়া, কভি অলবিদা না কহে না-র মতো একের পর এক ছবি করেছেন তিনি। তিনি শাহরুখ খান, আমির খান, সলমন খান, কমল হাসান বা অমিতাভ বচ্চন-- সবার বিপরীতেই সুপারহিট।
তবে রানির প্রথম ছবি কিন্তু বাংলায়, 'বিয়ের ফুল'। আর কি বাংলা ছবি করবেন না রানি, এ প্রশ্ন অনুরাগীদের মনে সবসময়ই রয়েছে। সেই দুধের স্বাদই এবার ঘোলে মেটাতে চলেছেন রানি। বাংলা ছবি তিনি করছেন না, কিন্তু বাঙালি মহিলা মিসেস চ্যাটার্জী রূপে রানি ফিরছেন বড় পর্দায়। ছবির শ্যুটিং প্রায় শেষ। এবার শুধু ছবি রিলিজের অপেক্ষা।
অসীমা ছিব্বর পরিচালিত এক বাঙালি মায়ের চরিত্রে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয় করছেন রানি মুখার্জী। এ বছর ৩ মার্চ মুক্তি পাবে এই ছবি।
২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাঁদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই বিতর্কিত জ্বলন্ত সত্য ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির চিত্রনাট্য। সন্তানকে ফিরে পাওয়ার জন্য এক মায়ের আকুতি আর সংগ্রামই এই ছবির মূল কাহিনি, যার নামভূমিকায় রানি।
বরাবরই নারীকেন্দ্রিক চরিত্রে বাজিমাত করেন রানি। বড় প্রমাণ ‘মরদানি’! আশা করা যায় বক্সঅফিসে ভাল ব্যবসা করবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ও। রানির বিপরীতে রয়েছেন টলিউড হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য। আরও বহু বিদেশি অভিনেতা কাজ করেছেন।
দীর্ঘ সময় পরে যশ রাজ ফিল্মসের বাইরে অন্য কোনও প্রযোজনা সংস্থার ছবিতে অভিনয় করছেন রানি। অসীমা ছিব্বার পরিচালিত ‘মিসেস মুখার্জি ভার্সাস নরওয়ে’র প্রযোজক জ়ি স্টুডিওজ়। এখন মার্চের প্রথম সপ্তাহে এই ছবি রিলিজ করার পর কতটা সাফল্য পায়, সেটাই দেখার।
নতুন ছবির খবরের মাঝেই আজ, সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে বঙ্গনারী রূপে সামনে এল রানি মুখার্জীর ছবি। সঙ্গে তাঁর দুই পর্দার সন্তান। প্রতিটি সিনেপ্রেমী দর্শকের রানির এই মিষ্টি ছবি দেখে মন ভরে গেছে।