শেষ আপডেট: 11th August 2023 10:44
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে একটা সময় ছিল যখন ব্যক্তিগত জীবন সাধারণের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করতেন অভিনেতা অভিনেত্রীরা। তবে সময় বদলেছে। ইদানীং শুধু নিজেদের বিয়ের খবর সাড়ম্বরে তাঁরা প্রকাশ্যে আনেন তা নয়, সাধারণের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তিগত জীবনের গোপন সুখ দুঃখও (rani mukherjee miscarriage)।
রানি জানান, তখন কোভিড চলছিল, সেই সময়েই আদিরার ভাই বা বোনকে আনার পরিকল্পনা করেন রানি এবং আদিত্য। তবে দ্বিতীয় সন্তান আসার সম্ভাবনার কথা প্রকাশ্যে জানাননি রানি।, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার অনেক আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রানির জীবনে। সে কথা এতদিন গোপনে রেখেছিলেন তিনি।
অভিনেত্রী জানান, এই খবর তিনি চাইলেই জানাতে পারতেন 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'র প্রচারে। তবে ইচ্ছে করেই সেই কাজ তিনি করেননি, কারণ সেক্ষেত্রে অনেকের মনে হত যে নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে এনে ছবির প্রচারের কাজে লাগাচ্ছেন।
প্রসঙ্গত, সেই সাক্ষাৎকারে রানি জানালেন, এই ঘটনার মাত্র ১০ দিনের মধ্যেই 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। সদ্য নিজের সন্তান হারানোর ফলেই যেন অন্য এক সন্তানকে হারিয়ে ফেলা মা-র চরিত্র অত নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিলেন রানি।
বৃদ্ধের ১২ লাখ টাকা দেনা শোধ করলেন সোনু, ফের ত্রাতার ভূমিকায় অভিনেতা