শেষ আপডেট: 29th July 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো: আজ সোমবার গেমসের তৃতীয় দিনে ভারতের হয়ে পদক জিততে পারেন অর্জুন বাবুতা এবং রমিতা জিন্দাল।
রবিবার ভারতের হয়ে গেমসে প্রথম পদক এনেছেন মনু ভাকের। তিনি দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন সেই শুটিংয়ে দেশের হয়ে পদক আনতে পারেন অর্জুন ও রমিতা। দুজনেই ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে নামবেন। অর্জুন নামবেন ভারতীয় সময়ে সাড়ে তিনটা। রমিতা ফাইনালে নামবেন বেলা একটায়। মোট ১০টি গেম হবে।
এদিন ভারতের গেমসের সূচি:
প্যারিস অলিম্পিক ২০২৪ : ৩য় দিন - ভারতীয় ক্রীড়াবিদের ইভেন্ট (ভারতীয় সময় অনুসারে)
তীরন্দাজ
* সন্ধ্যা ৬.৩১ - পুরুষ টিম কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল - ধীরাজ, তরুণদ্বীপ ও প্রভীন
শুটিং
* দুপুর ১২.৪৫ - মিক্সড টিম ১০ মিটার এয়ার রাইফেল
মানু / সারাবজোত ও সাংওয়ান/ চিমা
* দুপুর ১ - পুরুষ ট্র্যাপ কোয়ালিফিকেশন - পৃথীরাজ
* দুপুর ১ - মহিলা ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল
রমিতা জিন্দাল
* দুপুর ৩.৩০ - পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল
অর্জুন বাবুতা
টেবিলে টেনিস
* বিকাল ৪.৩০ - মহিলা সিঙ্গেলস রাউন্ড অফ ৩২
মনিকা বাত্রা বনাম পৃথিকা পাভাদে (ফ্রান্স)
ব্যাডমিন্টন
* দুপুর ১২ - পুরুষ ডাবলস গ্রূপ ম্যাচ
স্বত্বিক / চিরাগ বনাম ল্যামসফুস / মার্ভিন (জার্মানি)