শেষ আপডেট: 29th July 2024 14:57
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ের ব্যক্তিগত বিভাগে আরও একটি পদকের আশা ছিল। কিন্তু ভারতের রমিতা জিন্দাল ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে শেষ করলেন সাতে। তিনি হতাশই করলেন। রমিতা ১০.২ পয়েন্ট সংগ্রহ করেন। মোট ১০টি রাউন্ডে মোট ৬০টি শট মারতে হয় শুটার। সেখানে কুরুক্ষেত্রের শুটার চূড়ান্ত হতাশ করলেন।
এদিকে, ভারতের মানু ভাকের ও সরবজ্যোৎ সিং দু’জনেই ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টের যোগ্যতাপর্বের রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন। সোমবারই ব্যক্তিগত বিভাগে মানু ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি এদিনও পদকের আশা দেখাচ্ছেন। তিনি যে ফর্মে রয়েছেন, তাতে পদক আসতেই পারে। পাশাপাশি সরবজ্যোত সিং-ও দারুণ ছন্দে রয়েছেন।
এবার ফাইনাল রাউন্ডে দক্ষি কোরিয়ার জুটির বিরুদ্ধে লড়বেন মনু ও সরবজ্যোতি সিংরা। প্রাথমিক রাউন্ডের ম্যাচে দুই শুটারই ১০০ পয়েন্টের মধ্যে ৯৮, ৯৮, ৯৫ পয়েন্টে শেষ করেছেন। তাঁরাও ছন্দে রয়েছেন। লড়াই শুরু হয়ে গিয়েছে দুই শুটারের।
এদিকে, ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছিলেন লক্ষ্য সেন। দিল্লির এই ছেলেটি কেভিন কর্ডনকে হারান ২১-৮, ২২-২০ গেমে। কিন্তু জিতেও পরের রাউন্ডে যেতে পারলেন লক্ষ্য। কারণ আয়োজকরা ওই ম্যাচকে বাতিল ঘোষণা করেছে। কর্ডন খেলার পরে চোটের জন্য নাম তুলে নিয়েছেন। সেই হিসেবে নিয়ম মতো সেই ম্যাচ বাতিল বলে গন্য হয়েছে। অলিম্পিক্সের নিয়মে রয়েছে, কোনও প্রতিযোগী চোটের কারণে নাম প্রত্যাহার করলে যিনি জিতেছেন, তাঁর জয়কে স্বীকৃতি দেওয়া হয় না।
টেনিসেও ভারতের বিদায় চূড়ান্ত হয়েছে। সিঙ্গলসে সুমিত নাগাল হার মানেন প্রথম রাউন্ডে। সুমিত হারেন ফ্রান্সের কোরিনটিন মাউন্টেটের কাছে। এমনকী ডাবলসেও রোহন বোপান্না ও শ্রীরাম বালাজি জুটি হেরে গিয়েছেন প্রথম রাউন্ডেই। ফরাসি জুটি গেল মোফিস ও এডুয়ার্ডো ভাসেলিন জুটির কাছে ৫-৭, ২-৬ সেটে বোপান্নারা হেরেছেন।