শ্যুটার রোমিতা জিন্দল।
শেষ আপডেট: 28th July 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: একেই বলে 'সুপার সানডে'। একদিকে রবিবারের দুপুরে ছুটি কাটাচ্ছে কলকাতা। কিন্তু সেইনের তীরে আজ একের পর এক পদক প্রত্যাশা তৈরি করছে ভারত। যার নবতম সংযোজন, ভারতের ১০ মিটার এয়ার রাইফেলে মহিলাদের বিভাগে রোমিতা জিন্দল। দিল্লির হংসরাজ কলেজের ছাত্রী রোমিতা এর আগে ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসে রৌপ্যপদক জিতেছেন। ভারতীয় শ্যুটিং দলের অন্যতম সেরা সম্পদ ভাবা হচ্ছে রোমিতাকে।
গতকাল পদক রাউন্ডে পৌঁছে ইতিহাস গড়েছেন মনু ভাকের। আজ রোমিতাও ইতিহাসের এক ধাপ আগে পৌঁছে গেলেন। প্রথমে ভাবা হচ্ছিল, হয়ত পারবেন না। তাঁর আগে বরং জোরদার পদক প্রত্যাশা জাগিয়েছিলেন এলাভেনিল ভালারিবন। কিন্তু শেষ অবধি ভালারিবন আর পারেননি। সাড়া জাগিয়ে দেন রোমিতা। ৬৩১.৫ স্কোর করে তিনি পদক রাউন্ডে পৌঁছে যান।
স্বভাবতই খুশির খবর ভারতীয় শিবিরে। গতকাল দেখা গিয়েছিল, হরিয়ানার কুরুক্ষেত্রে রোমিতার বাড়িতে রীতিমত মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। মেয়ের সাফল্য কামনায় ভক্তিভরে উপাসনা করেছেন রোমিতার পরিবার পরিজন ও পাড়াপ্রতিবেশীরা। তবে এখনও পদক নিশ্চিত নয় রোমিতার। এরপর ফাইনালে তাঁর পারফরম্যান্সেই জানা যাবে, ভারতের ভিলেজে পদক ঢুকবে কিনা।
বস্তুত, ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট ভারতের জন্য বরাবরই খুব ভাল। এককালে ভারতের পদক ভাগ্য বেশিরভাগটাই থাকত শ্যুটিং-এ। এথেন্স অলিম্পিকে ডবল ট্র্যাপে রুপো জিতেছিলেন রাজ্যবর্ধন সিংহ রাঠোর। আজ তিনি রাজস্থান সরকারের ক্যাবিনেট মন্ত্রী। তবে এথেন্সের পরে পর-পর দুই অলিম্পিকে ভারতের মুখ উজ্জ্বল করেছে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট। বেজিং-এ ইতিহাস গড়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। পরে লন্ডনে রুপো জিতেছিলেন গগন নারাং। আজ, প্যারিসে গগনই ভারতীয় দলের 'শেফ দ্য মিশন'-এর দায়িত্বে রয়েছেন।