শেষ আপডেট: 15th August 2024 18:05
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিনে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একা নয়, সঙ্গে নিয়ে গেলেন মন্ত্রিসভার একাধিক সদস্যকে!
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সেই 'খটকা'রও নিরসন করলেন মুখ্যমন্ত্রী নিজেই। বললেন, ""আমি আপনাদের আগেই বলেছিলা্ম, আর কখনও একা রাজভবনে যাব না। কিন্তু মন্ত্রিসভার প্রয়োজনে অনেক সময় রাজভবনেও যেতে হয়। তাই এসেছি, কিন্তু একা নয়! সঙ্গে ১০ জনের টিম!"
স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন রাজভবনে চা চক্রের আয়োজন করেছিলেন সিভি আনন্দ বোস। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন রাজভবনে ঢোকেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী তথা্ মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্যরা। তবে রাজভবনের তরফে চা চক্রে যেহেতু মেয়র ও সিপিকে আমন্ত্রিত জানানো হয়নি তাই রাজভবনে ঢুকলেও চা চক্রে যোগ দিলেন না মমতা। পরিবর্তে রাজভবনের বারান্দায় অপেক্ষা করতে দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে।
গত কয়েক মাস আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। ওই ঘটনায় বিচার চেয়ে সুপ্রিমকোর্টেও দ্বারস্থ হয়েছেন ওই নিযাতিতা। ঘটনার পরই নির্যাতিতার পাশে দাঁড়িয়ে রাজ্যপালের নিন্দায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই মমতাকে বলতে শোনা গিয়েছিল, "যা শুনছি, আমি বাবা আর রাজভবনে যাব না প্রয়োজন পড়লে বাইরে রাস্তায় দেখা করে আসব!"
এদিন রাজভবনে ঢোকার মুখে মুখ্যমন্ত্রীকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এভাবে রাজভবনে সামনে রাস্তায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজভবনের কয়েকজন আধিকারিক তাঁকে ভেতরে যেতে বলেনন। তখনই সংবাদমাধ্যমের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "আমি একা যাব না, ১০ জনকে সঙ্গে নিয়ে যাব। ২ জন এখনও আসেনি। তাই বাইরেই অপেক্ষা করছি।"
রাজ্যপালকে কটাক্ষ করে মমতা এও বলেন, "রাজভবনে ওই মেয়েটির ঘটনা তো সবাই জানেন। রাজ্যপালকে বলব, চ্যারিটি বিগিনস অ্যাট হোম! নিজের দিকে তাকান!"
এদিন আরজি কর প্রসঙ্গেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন। ফেক ভিডিও তৈরি করা অপরাধ নয়? পুলিশ পুলিশের কথা বলবে আমি বলা শোভা পায় না। যার কাজ সে করবে। আমার ডিসি খুব অসুস্থ। সারা গায়ে রক্ত। ও অজ্ঞান হয়ে গিয়েছিল। মাথায় আঘাত লেগেছে। ১৫ জন পুলিশ কর্মী আহত। ছাত্র-ছাত্রীরা ভাল। আমি ওদের সমর্থন করি। ওদের উপর আমার কোন রাগ নেই। কিন্তু আমার রাগ হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরছে।" মমতা এও বলেন, "পুলিশ যথাযথ তদন্ত করেছে। ওরা কাজটা অনেকটা গুটিয়ে দিয়েছিল। সেই লিড ধরেই তো সিবিআই এগোচ্ছে।"