শেষ আপডেট: 29th April 2023 06:54
দ্য ওয়াল ব্যুরো: এইমুহূর্তে বাংলার অন্যতম বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা (Sandy Saha)। তাঁর ভিডিও-র কোয়ালিটি নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, ফ্যান ফলোয়িং ধরাছোঁয়ার বাইরে। নানারকমের উদ্ভট সাজপোশাক পরে রাস্তায় বেরিয়ে স্যান্ডি যে ভিডিওগুলো বানান, তার রিচ টেক্কা দিতে পারে বড় বড় সেলেব্রিটিকেও। তবে এবার এই ভিডিওর চক্করে পরেই রেলপুলিশের (RPF) ডাক পেলেন তিনি।
ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। হাবড়া স্টেশনে 'বাচ্চার বিরিয়ানি' খেতে গিয়েছিলেন স্যান্ডি সাহা। আর সেদিনও নিজে ডিজাইন করা পোশাক পরে সেখান গিয়েছিলেন স্যান্ডি। আসলে ডিজাইন কিছুই না, কয়েকটি ডায়পার জুড়ে গায়ের উপর চাপিয়ে নিয়েছিলেন তিনি। আর সেই পরেই হাবড়া পৌঁছন এই বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর। গিয়ে বিরিয়ানি খাওয়ার পাশাপাশি রেল লাইনে (railway track) নেমে নাচ করতেও দেখা যায় তাঁকে।
এখানেই ঘটে বিপত্তি! আরপিএফের চোখে পড়তেই তাঁরা স্যান্ডি সাহাকে ডেকে পাঠান। একজন পাবলিক ফিগার হয়ে স্যান্ডির এমন আচরণ নিয়ে আপত্তি জানান তাঁরা। কারণ রেল লাইনে দাঁড়িয়ে থাকা একেবারেই বেআইনি বিষয়। সেখানে স্যান্ডি ট্র্যাকের উপর দাঁড়িয়ে রিলস বানিয়েছেন। এতেই আপত্তি জানিয়ে ডেকে পাঠান হয় তাঁকে। পরে আরপিএফ অফিস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই নিজের দোষ স্বীকার করেন তিনি।
স্যান্ডি বলেন, "রেল লাইনের উপর দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম। জানতাম না সেটা বেআইনি। আমি স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করেই ওই ট্র্যাকে নেমেছিলাম। তাঁরা বলেছিলেন যে ওই লাইনে ট্রেন চলে না। তবে ট্রেন চলুক আর না চলুক, রেল লাইনের উপর দাঁড়িয়ে ফোটো তোলা, নাচ করা সবই বেআইনি। তাই আরপিএফ আমাকে এই বিষয়ে সতর্ক করে ফাইন করেছে। আমি সেই ফাইনের টাকা দিতে এসেছিলাম।"
উল্লেখ্য,স্যান্ডির ভিডিও নিয়ে কম চর্চা হয় না। এর আগে মা উড়ালপুলের সামনেও ভিডিও বানিয়ে একইভাবে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেসময় কলকাতা পুলিশের তরফে তাঁকে ডেকে সতর্ক করা হয়েছিল। অনেকেই ভেবেছিলেন এবার বোধহয় স্যান্ডি আর এরকম কার্যকলাপ করবেন না। তবে রেল লাইনে নাচ করে আরপিএফকে ফাইন দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, স্যান্ডি রয়েছেন পুরনো মেজাজেই।
পেট্রাপোলে সোনা-সহ ধৃত চট্টগ্রামের তরুণী! ২০০০ টাকার বিনিময়ে ২ কেজি সোনা বারাসতে পাচার করছিলেন তিনি