শেষ আপডেট: 2nd August 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ধস নামল হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুরে। তিন নম্বর লাইনের পাশে ধস দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। একটানা বৃষ্টির জেরেই ধস নামে বলে প্রাথমিক অনুমান রেল কর্তৃপক্ষের। আপ লাইনের কাছে ধসে যায় মাটি।
স্থানীয়রা জানান, মাটি ধসে রেল লাইনের পাশে পড়ে থাকা স্লিপার নীচে গড়িয়ে যায়। লাইনের পাশেই রয়েছে একটি পুকুর। ভারী বৃষ্টি হলে রেল লাইনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে বিষয়টি তাঁদের নজরে আসে। খবর পেয়েই রেলকর্মীরা ঘটনাস্থলে যান।
চুঁচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দুন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়। রেলের রক্ষণাবেক্ষণ কর্মীরা ফিট সার্টিফিকেট দেওয়ার পর ট্রেন ছাড়ে। বৃহস্পতিবার রাতে ৯.৪৫ থেকে ১০.১৭ পর্যন্ত দাঁড়িয়ে ছিল ট্রেনটি। ওই সময় থার্ড লাইন দিয়ে কোনও ট্রেনই চলাচল করেনি। রিভার্স লাইন দিয়ে চালানো হয় ট্রেন। রক্ষণাবেক্ষণের পরে আবার থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ধসের জেরে শুক্রবার সকালেও হুল এক্সপ্রেস কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল চন্দননগরে। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন। অবস্থা সামাল দিতে প্রয়োজনীয় পরামর্শ দেন তাঁরা। আপাতত ওই এলাকা দিয়ে আপ ট্রেনগুলি ধীরগতিতে পাস করানো হচ্ছে।