শেষ আপডেট: 2nd February 2024 19:28
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রেল লাইনের ধার থেকে গুরুতর জখম শিশু-সহ এক মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল রেলপুলিশ। কাটোয়া-বর্ধমান রেলপথের বনকাপাসি স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয় তাদের।
বলগোনা আরপিএফ সূত্রে জানা গিয়েছে, কৈচর স্টেশনের এক রেলকর্মীর ফোনে জানতে পারা যায় বনকাপাসি রেলস্টেশনের কাছে শিশু সহ এক মহিলা ট্রেন থেকে পড়ে গিয়েছে। খবর পাওয়া মাত্র শ্রীখণ্ডের আরপিএফ কর্মীদের ঘটনাস্থল পাঠানো হয়। তাঁরাই ঘটনাস্থল থেকে জখম শিশু ও ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন। খবর পাঠানো হয় পরিবারের মানুষদের। পরে বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয় তাঁদের।
বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সংজ্ঞাহীন ওই মহিলা ও শিশুটিকে। ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন না আত্মহত্যা করতে চেয়েছিলেন তা নিয়ে এখনও ধন্দে পুলিশ ও পরিবারের লোকজন। রুমার জ্ঞান ফেরার অপেক্ষা করছে পুলিশ। আড়াই বছরের শিশু সন্তানের মাথাতেও আঘাতের চিহ্ন স্পষ্ট।
মহিলার পরিবারের দাবি, বোনের বিয়ে উপলক্ষে বুধবার শ্বশুরবাড়ি নদিয়ার প্রতাপনগর থেকে পূর্বস্থলীতে আসেন তিনি। পারিবারিক অশান্তির জেরে সন্ধে সাতটা নাগাদ কাউকে কিছু না জানিয়ে শিশুকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁর ভাই বলেন, “বোনকে খুঁজতে রাতেই কাটোয়া স্টেশনে পৌঁছই। কাটোয়ার আরপিএফ থেকে খবর পেয়ে বনকাপাসি স্টেশনে ছুটে যাই। সেখান থেকে দুজনকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করি।” মহিলার জ্ঞান না ফিরলে আসলে কী ঘটেছিল সে সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না কেউ।। তবে মা-ছেলে দুজনেরই অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়ার রেলপুলিশ।