শেষ আপডেট: 14th January 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সকালে মানকুণ্ডু স্টেশনে রেল লাইনে চওড়া ফাটল দেখা দেওয়ায় রবিবার ধীরে চলছে হাওড়া ব্যান্ডেল শাখার ট্রেন।
রবিবার সকাল ৯ টা ১৫ নাগাদ ১ নম্বর লাইনে ফাটল নজরে আসে। রেলকর্মীরা এসে ফাটল মেরামতের কাজ শুরু করেন। এর ফলে সাময়িক ব্যাহত হয় হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। দু'নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চালু থাকে।
ফাটল মেরামতে কাজ হলেও ৩০ কিমি গতিবেগে ট্রেন চলাচল করছে ডাউন লাইন দিয়ে। রেলকর্মীরা জানিয়েছেন, ফাটল ধরা ট্র্যাক বদল করে ফিসপ্লেট লাগিয়ে দেওয়া হয়েছে। ঠান্ডার সময় লোহার ট্র্যাকে টান পড়ে ফাটল ধরে। কয়েকদিন আগে শেওড়াফুলিতেও একই রকম ফাটল দেখা গিয়েছিল।
রেল কর্মী শুকদেব মণ্ডল বলেন, ''লাইনে ফাটল হওয়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। ইমারজেন্সি প্লেট লাগানো হয়। ট্রেন ধীর গতিতে চলাচল করছে। স্থায়ীভাবে যখন ট্র্যাক পাল্টানো হবে তখন ডাউন লাইনে ট্রেন ব্লক থাকবে।''