শেষ আপডেট: 2nd August 2024 19:31
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে প্রশাসনের সর্বোচ্চ কার্যালয়ের অদূরে মধুচক্রের আসর!
খবর পেয়ে শুক্রবার নবান্নের অদূরে শরৎ চট্টোপাধ্যায় রোডের একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হোটল থেকে ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৬ জন মহিলা এবং পাঁচজন পুরুষ। আগামীকাল শনিবার ধৃতদের আদালতে হাজির করাবে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছিল। অতীতে একবার পুলিশ অভিযানও চালিয়েছিল। কিন্তু তারপরেও গত দু'বছর ধরে রমরমিয়ে চলছিল এই কারবার। ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল বলে আগেই অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের কথায়, খদ্দের ধরার জন্য গভীর রাত পর্যন্ত হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকে মেয়েরা। যার জেরে এলাকার একাংশ যুবক বিপথগামীও হচ্ছিল। প্রভাব পড়ছিল এলাকার শিশু, কিশোরদের ওপরেও। এনিয়ে পুলিশেও একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন বাসিন্দারা। অবশেষে এদিন ব়্যাফকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালায় পুলিশ।
গ্রেফতার করা হয় হোটেলের ৬ জন মহিলা এবং ৫ জন পুরুষকে। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।