শেষ আপডেট: 3rd July 2024 17:42
দ্য ওয়াল ব্যুরো: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের সূত্র ধরে এবার কলকাতা-যোগের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের।
অমিত কুমার নামে এক ব্যক্তির খোঁজে এদিন নিউটাউনের একটি আবাসনে পৌঁছয় সিবিআইয়ের দিল্লির একটি প্রতিনিধি দল। তবে আবাসনের ১২ নম্বর ব্লকের দোতলায় অমিতের রুম তালাবন্দি। সংশ্লিষ্ট আবাসনটি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সূত্রের খবর, আবাসনের কেয়ার টেকারদের একজনকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে চাবিওয়ালার খোঁজে বেরিয়েছেন সিবিআইয়ের দু'জন প্রতিনিধি। জানা যাচ্ছে, চাবিওয়ালারা সাহায্যে রুমের তালা খুলে তল্লাশি চালাতে পারেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রের খবর, নিট কাণ্ডে এর আগে ঝাড়খণ্ড থেকে ধৃত পাঁচজনকে জেরা করে কলকাতার অমিত কুমারের নাম জানতে পারেন তদন্তকারীরা। সেই সূত্রেই এদিনের তল্লাশি অভিযান। তদন্তকারীরা মনে করছেন, অমিতের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নিটের প্রশ্নফাঁস কাণ্ডের একাধিক তথ্য মিলতে পারে।
নিটের প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, নিটের প্রশ্ন প্রথমবার ফাঁস হয়েছিল হাজারিবাগের একটি প্রস্তুতি সেন্টার থেকে। সেখান থেকেই অন্যান্যদের হাত ধরে তা বাকি জায়গায় ছড়িয়ে পড়ে। একেকটি প্রশ্ন পত্র বিক্রি হয়েছিল ৩৫-৪০ লক্ষ টাকায়!